শাহী ফিরনি

Susmita Ghosh
Susmita Ghosh @Mitas_kitchen
Durgapur

#উৎসবের রেসিপি।যেকোনো উৎসবে মিষ্টি চাই।সেটা,পায়েস থেকে শুরু করে রসগোল্লা ,সন্দেশ সব রকম।তাই আমি একটু উৎসবের কথা ভেবে ভিন্ন স্বাদের এই মিষ্টি বানিয়েছি ।

শাহী ফিরনি

#উৎসবের রেসিপি।যেকোনো উৎসবে মিষ্টি চাই।সেটা,পায়েস থেকে শুরু করে রসগোল্লা ,সন্দেশ সব রকম।তাই আমি একটু উৎসবের কথা ভেবে ভিন্ন স্বাদের এই মিষ্টি বানিয়েছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৪জন
  1. ১ মুঠো বাসমতি চাল বা গোবিন্দ ভোগ চাল
  2. ৫০০মিলি ঘন ক্রীম দুধ(আমি আমূল তাজা নিয়েছি)
  3. ১ টি এলাচ গুঁড়ো করা
  4. ১ চিমটি জাফরান
  5. ১ চা চামচ পেস্তা কুচি
  6. ২-৩ টি চেরি কুচি(চাইলে আমন্ড ও কাজু দেওয়া যায়)
  7. ৫ টেবিল চামচ চিনি
  8. ১ চা চামচ কেওড়া জল
  9. ১/২ চা চামচ গোলাপ জল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    প্রথমে চাল ১৫-২০ মিনিট ভিজিয়ে বেটে নিতে হবে।কিন্তু মিহি করে নয়।অর্ধ ভঙ্গ করে।

  2. 2

    তারপর দুধ একটা পাত্রে বসিয়ে গরম করতে হবে।

  3. 3

    গরম হলে একটু উষ্ণ দুধ বাটিতে তুলে তাতে জাফরান বা কেশর দিয়ে ভিজিয়ে রাখতে হবে।

  4. 4

    এবার ওই চাল বাটা টা দুধে দিয়ে সমানে নাড়তে হবে।যাতে তলায় না লাগে

  5. 5

    এবার নাড়তে নাড়তে বেশ ঘন ও চাল টা ভালো করে হলে গেলে চিনি দিয়ে আবার নাড়তে হবে।

  6. 6

    চিনি গোলে গেলে ও বেশ ঘন হলে তারপর এলাচ গুঁড়ো,জাফরান ভেজানো দুধ,দিয়ে নেড়ে নিতে হবে।

  7. 7

    এবার গ্যাস বন্ধ করে কেওড়া জল,গোলাপ জল দিয়ে দিতে হবে।

  8. 8

    এবার মাটির পাত্রে ঢেলে উপর থেকে কেশর,পেস্তা,চেরি কুচি দিয়ে পুরো ঠান্ডা করে ফ্রিজ এ রাখতে হবে কিছুক্ষন।

  9. 9

    তারপর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে শাহী ফিরনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Susmita Ghosh
Susmita Ghosh @Mitas_kitchen
Durgapur
Ranna amar passion।sudhu tai noi akhn neshateo dariyeche।ae ranna kei akhn nijer proffession kore niyechi।bhison bhison valobasi nittinotun ranna korte o khete ar obossoi khoate।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes