এগ ভেজ চাউ (egg veg chow recipe in Bengali)

Rumpa Mandal
Rumpa Mandal @cook_19700319

#ডিমের রেসিপি।

এগ ভেজ চাউ (egg veg chow recipe in Bengali)

#ডিমের রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১প্যাকেটচাউ
  2. ৪ টেডিম
  3. পরিমান মতো সব্জী
  4. ৪চা চামচসাদা তেল।
  5. ২ টো পেঁয়াজ
  6. ১/২চা চামচরসুন কুচি
  7. ৬-৭ টাকাঁচা লঙ্কা
  8. স্বাদ অনুযায়ীনুন
  9. ১ চা চামচগোল মরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সবজি।যেমন বিন ফুলকপি গাজর ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিতে হবে।

  2. 2

    তারপর চাও সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে।

  3. 3

    কড়াই তে তেল গরম করে তাতে ডিম গুলো ভেজে ঝুরো করে নিতে হবে।

  4. 4

    তারপর ওই কড়াই তে আরো একটু তেল দিয়ে তাতে পিয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে তাতে সব সবজি দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

  5. 5

    তারপর ওই ভাজা সবজি তে সেদ্ধ করা চাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ডিম মিশিয়ে ওপর থেকে গোল মরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি।।

  6. 6

    টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম এগ ভেজ চাউ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rumpa Mandal
Rumpa Mandal @cook_19700319

মন্তব্যগুলি

Keya Mandal
Keya Mandal @cook_25675397
দারুন 👌👌
আমার রেসিপি ভালো লাগলে কমেন্টস এন্ড অনুসরণ দিও

Similar Recipes