মুড়িঘন্ট(muri ghonto recipe in Bengali)

মধুমিতা সরকার মিশ্র
মধুমিতা সরকার মিশ্র @cook_16359417

#আমারপছন্দেররেসিপি

মুড়িঘন্ট(muri ghonto recipe in Bengali)

#আমারপছন্দেররেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

প্রস্তুতি 15 মিনিট রান্না20মিনিট
3 জনের জন্য
  1. 1টিমাঝারি সাইজের কাতলা মাছের মুড়ো
  2. 1/2 কাপগোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রাখা
  3. 1+1/2 টেবিল চামচ আদা লঙ্কা বাটা
  4. 1টিমাঝারি সাইজের আলু ডুমো করে কেটে নেওয়া
  5. 1 চা চামচ জিরা গুঁড়ো
  6. 1চা চামচ ধনে গুঁড়ো
  7. ৩-৪ টিগোটা ছোট এলাচ
  8. 2টি দারচিনি
  9. 1টি টমেটো কুচি
  10. 1/2চা চামচ গোটা জিরে
  11. 2টি তেজপাতা
  12. 1/2 চা চামচগরম মসলা গুঁড়ো
  13. 1+1চা চামচহলুদ গুঁড়ো
  14. স্বাদ অনুযায়ীনুন
  15. 1 চা চামচঘি
  16. 1/4 চা চামচ চিনি (অপশনাল)

রান্নার নির্দেশ সমূহ

প্রস্তুতি 15 মিনিট রান্না20মিনিট
  1. 1

    প্রথমে সমস্ত উপকরণ গুলিকে এক জায়গায় করে গুছিয়ে নিতে হবে।

  2. 2

    কড়াইয়ে 1/4 কাপ তেল দিয়ে মাছের মুড়োকে নুন হলুদ মাখিয়ে ভাল করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এরপর অবশিষ্ট তেল কড়াইয়ে যোগ করে গোটা জিরে, তেজপাতা, দারচিনি ফোড়ন দিয়ে আলুর টুকরো গুলিকে খুব ভালো করে ভাজতে হবে এই সময় একে একে হলুদ,নুন,জিরেগুঁড়ো,ধনেগুঁড়ো আদা ও লঙ্কা বাটা টমেটো কুচি যোগ করে খুব ভালো করে কষাতে হবে।

  4. 4

    কিছুক্ষণ কষানোর পর ভেজানো চাল জল ঝরিয়ে ওই কষানো মসলায় মেশাতে হবে। খানিকক্ষণ নাড়াচাড়া করে মাছের মাথা ভাজা মিশিয়ে দিতে হবে। এরপর পরিমাণমতো জল মেশাতে হবে।

  5. 5

    এমত অবস্থায় গ্যাসের আঁচ মিডিয়াম করে রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে জল শুকনো হওয়া পর্যন্ত। 7-8 মিনিট বাদে জল শুকিয়ে আসলে আস্তে করে খুন্তি করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। যখন আলু ও চাল একদম সেদ্ধ হয়ে যাবে আর তরকারি থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন উপর থেকে চিনি গরম মসলা ও সামান্য ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।

  6. 6

    5 মিনিট পর ঢাকনা খুলে গরম ভাতে পরিবেশন করুন সুস্বাদু মুড়োঘন্টা বা মুড়িঘন্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
মধুমিতা সরকার মিশ্র

Similar Recipes