ইডলি, সম্বরডাল, সবুজ ও লাল চাটনি (idli sambar sabuj o laal chatni recipe in Bengali)

Devi Choudhury
Devi Choudhury @cook_22517121

ইডলি, সম্বরডাল, সবুজ ও লাল চাটনি (idli sambar sabuj o laal chatni recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 mins
5-6 সারভিংস
  1. সবুজ চাটনির জন্য :
  2. 1 আঁটি ধনে পাতা
  3. 2টেবিল চামচ শুকনো ভাজা চিনা বাদাম
  4. 1টা কাঁচা লঙ্কা
  5. 2কোয়া রসুন
  6. 1/2টমেটো
  7. স্বাদমতো নুন
  8. লাল চাটনির জন্য :
  9. 1টা ছোট পেঁয়াজ
  10. 1/2টমেটো
  11. 6টা কারি পাতা
  12. 1 ইঞ্চিআদা
  13. 1/2 চা চামচ পাঁচ ফোড়ন
  14. 1 চিমটিহিং
  15. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  16. 3টেবিল চামচ শুকনো ভাজা চীনা বাদাম
  17. 2-3টা কাঁচা লঙ্কা
  18. 2চা চামচ তেল
  19. স্বাদমত নুন
  20. ইডলি গোলার জন্য :
  21. 1 কাপকলাই ডাল
  22. 3 কাপচাল
  23. 1চা চামচ মৌরি
  24. 1চা চামচ ইনো
  25. স্বাদ মত নুন
  26. সম্বর ডালের এর জন্য :
  27. 1 কাপঅড়হর ডাল
  28. পরিমাণ মতবাড়িতে রাখা 3-4 রকমের সব্জি
  29. 1চা চামচ হলুদ গুঁড়ো
  30. 2চা চামচ সাম্বর মসলা
  31. 1চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  32. 1চা চামচ সর্ষে
  33. 5-6টা কারি পাতা
  34. 1টা টমেটো কুচি
  35. 1চা চামচ লেবুর রস
  36. 2চা চামচ তেল
  37. স্বাদমত নুন

রান্নার নির্দেশ সমূহ

45 mins
  1. 1

    সবুজ চাটনির জন্য সমস্ত উপকরণ ব্লেন্ডার এ পেস্ট করে নিয়েছি ।লাল চাটনির জন্য একটা কড়াইয়ে 2 চামচ তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে কারী পাতা ও হিং ফোড়ন দিয়েছি। এর সাথে কুচি করা অল্প পেঁয়াজ, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, আদা, খোলায় ভাজা চিনা বাদাম, কাঁচা লঙ্কা ও আন্দাজ মতো নুন দিয়ে 2 মিনিট ভেজে ঠান্ডা করে ব্লেন্ডার এ পেস্ট করে নিয়েছি

  2. 2

    তৈরী আমার দুই রঙের চাটনি. ইডলি র জন্য 1 কাপ কলাই ডাল, 3 কাপ চাল ও 1 চা চামচ মৌরী 8 ঘন্টা বা সারারাত ভিজিয়ে রেখেছি। পরেরদিন সকালে ব্লেন্ডার এ পেস্ট করে এতে সামান্য নুন ও 1 চা চামচ ইনো পাউডার মিশিয়ে নিয়েছি. ইডলি প্লেটে এ বসিয়ে স্টিম হতে দিয়েছি।

  3. 3

    অন্যদিকে সম্বর এর জন্য -অড়হর ডাল ও বাড়িতে রাখা 3-4 রকম সব্জি কেটে একসাথে সেদ্ধ হতে দিয়েছি । এতে হলুদগুঁড়ো, 1 চা চামচ সম্বর পাউডার, লাল লঙ্কা পাউডার ও আন্দাজ মতো নুন দিয়েছি । এবার কড়াইয়ে 2 চামচ তেল গরম করে তাতে সর্ষে, কারী পাতা ফোড়ন দিয়ে টমেটো কুচি ও আরেক চামচ সম্বর পাউডার দিয়ে ভালো করে ভেজে সেদ্ধ করা সব্জি ডাল মিশিয়ে দিয়েছি । ভালো করে মিশে গেলে উপর থেকে 1 চা চামচ লেবুর রস দিয়ে নামিয়ে নিয়েছি।

  4. 4

    এদিকে আমার ইডলি ও তৈরী হয়ে গেছে. ইডলি, সম্বর ডাল ও দুরকমের চাটনি সাজিয়ে সকালের প্রাতঃরাশে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Devi Choudhury
Devi Choudhury @cook_22517121

Similar Recipes