রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
3 জনের জন্য
  1. 350 গ্রামপনির চৌকো করে কাটা
  2. 1টা পেঁয়াজ কিউব করে কাটা
  3. 1 টা ক্যাপ্সিকাম কিউব করে কাটা
  4. 1চা চামচ রসুন বাটা
  5. 1চা চামচ আদা বাটা
  6. 1চা চামচ সয়া সস
  7. 1চা চামচ চিলি সস
  8. 1চা চামচ টমেটো কেচাপ
  9. 2চা চামচ কর্নফ্লাওয়ার
  10. 1চা চামচ আদা কুচি
  11. 1চা চামচ কাঁচা লঙ্কা কুচি
  12. 1/2সাদা তেল
  13. 1/2চা চামচ গোলমরিচ গুঁড়ো
  14. স্বাদমতো নুন
  15. প্রয়োজনমতো জল

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    কড়াইতে তেল গরম করে নিন।

  2. 2

    এবার পনিরের টুকরোগুলোর গায়ে নুন,গোলমরিচ ও কনফ্লাওয়ার মাখিয়ে এই তেলে সেগুলো হালকা করে ভেজে তুলে নিন।

  3. 3

    অন্য একটা পাত্রে অল্প একটু তেল গরম করে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিন।

  4. 4

    এবার এর মধ্যে ক্যাপসিকাম ও পেয়াজের টুকরো গুলো যোগ করে টস করে নিন।

  5. 5

    এরমধ্যে সয়া সস,চিলি সস,টমেটো কেচাপ, গোলমরিচ গুঁড়ো ও নুন যোগ করে ভালো করে কষিয়ে নিন।ও অল্প একটু জলে কনফ্লাওয়ার গুলে ঘোল বানিয়ে নিন।

  6. 6

    কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণমতো জল যোগ করে ভাজা পানির গুলি যোগ করুন।

  7. 7

    এবার এর মধ্যে কনফ্লাওয়ারের ঘোলটা যোগ করে ভালো করে মিশিয়ে নিন।

  8. 8

    গ্ৰেভিটা ঘন হয়ে গেলে ওর মধ্যে আদা কুচি ও লঙ্কা কুচি যোগ করে দু মিনিটের জন্য ফুটিয়ে নিন।

  9. 9

    এবার গ্যাস বন্ধ করে একটি পাত্রে চিলি পনির নামিয়ে নিন।

  10. 10

    গরম গরম পরিবেশন করুন চিলি পনির।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manami Sadhukhan Chowdhury
Barrackpore, Kolkata, West Bengal

Similar Recipes