মোচা ঘন্ট (mocha ghonto recipe in Bengali)

Samir Dutta
Samir Dutta @cook_samirdutta

#গ্রীষ্মকালের রেসিপি

মোচা ঘন্ট (mocha ghonto recipe in Bengali)

#গ্রীষ্মকালের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
ফ্যামিলি সার্ভিসিং
  1. 1টা ছোট মোচা
  2. 1টা মাঝারি আলু
  3. 3-4টা কাঁচা লঙ্কা
  4. 1চা চামচ আদা বাটা
  5. 2টেবিল চামচ চীনাবাদাম
  6. 1চা চামচ জিরা গুঁড়ো
  7. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  8. 2টা তেজপাতা
  9. 1/4চা চামচ পাঁচফোড়ন
  10. 1/2চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. 1/2চা চামচ ঘি
  12. স্বাদমতোচিনি
  13. প্রয়োজনমতোতেল
  14. স্বাদমতোলবণ

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    প্রথমে মোচা ছাড়িয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে সিদ্ধ করে নিন

  2. 2

    কড়াইতে প্রয়োজন মত তেল গরম করে তাতে তেজপাতা, পাঁচফোঁড়ন এবং কাঁচা লঙ্কার মাথাটা চিঁড়ে দিয়ে দিন ও একটু ভেজে নিন

  3. 3

    তারপর তাতে ছোট ডুমো করে কাটা আলু একটু ভেজে নিয়ে তাতে আদা দিয়ে একসঙ্গে ভাজতে থাকুন

  4. 4

    এবার তাতে জিরে গুঁড়ো, হলুদ, স্বাদমতো চিনি ও লবণ দিয়ে নাড়াচাড়া করুন

  5. 5

    একটু নাড়াচাড়া করে তাতে সিদ্ধ করা মোচাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবং কম আঁচে নাড়াচাড়া করতে থাকুন, জল যোগ করা হবে না

  6. 6

    এ সময় তাতে বাদাম টা দিয়ে দিন এবং কম আঁচে নাড়াচাড়া করতে করতে আলু সিদ্ধ হয়ে সমস্তটা মজে এলে তাতে গরম মসলা ও ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে সার্ভিস পাত্রে ঢেলে নিন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samir Dutta
Samir Dutta @cook_samirdutta

Similar Recipes