খিচুড়ি (khichuri recipe in Bengali)

Nibedita Banerjee Chatterjee
Nibedita Banerjee Chatterjee @cook_19335026

খিচুড়ি (khichuri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
২জনের জন্য
  1. ১কাপ ভাতের চাল
  2. ১/২ কাপ মুসুর ডাল
  3. ১/২ কাপ মুগ ডাল
  4. ২টি আলু
  5. ১টি টমেটো
  6. ২টেবিল চামচ হলুদ গুঁড়ো
  7. ১টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  8. স্বাদ মতোনুন ও চিনি
  9. ১টেবিল চামচ জিরে গুঁড়ো
  10. ১টেবিল চামচ ধনে গুঁড়ো
  11. ২টি কাঁচালঙ্কা
  12. ২টি শুকনো লঙ্কা
  13. ১টি তেজপাতা
  14. ১টেবিল চামচ গোটা জিরে
  15. ১টি পেঁয়াজ
  16. ১টেবিল চামচ রসুন পেস্ট
  17. ১টেবিল চামচ আদা ঘষা
  18. পরিমান মতোসর্ষের তেল
  19. পরিমান মতোজল
  20. ১চা চামচ গরম মসলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে চাল ডাল একসাথে নিয়ে ভালোকরে ধুয়ে নিতে হবে.আলু গুলো ছাল ছুলে ২ টুকরো করে নিতে হবে.টম্যাটো কেটে নিতে হবে ।

  2. 2

    এবার ১টি পাএে চাল,ডাল দিয়ে তাতে কাটা আলু,টম্যাটো গুলো দিয়ে জল ঢেলে দিতে হবে. (জলটা একটু বেশী দিতে হবে.কারন ওটা সেদ্ধ হয়ে ফুলে উঠবে)এবার তাতে গরম মসলা গুড়ো বাদে নুন,চিনি সহ সব গুড়ো মসলা গুলো,একটু আদা ঘষা দিয়ে নেড়ে ফুটতে দিতে হবে ।

  3. 3

    ফুটে গেলে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে সব সেদ্ধ না হওয়া অবদি ।

  4. 4

    এবার পেঁয়াজ লম্বাটে করে কুঁচিয়ে নিতে হবে.কড়াইতে তেল গরম করে (তেল বেশী করে দিতে হবে)তাতে গোটা জিরে,লঙ্কা,তেজপাতা দিয়ে কিছুখন নেড়ে ভাজা ভাজা হয়ে গেলে তাতে একে একে রসুন বাটা,আদা ঘষা,পেঁয়াজ কুঁচি সব দিয়ে নাড়তে হবে ।ভাজা ভাজা হলে তাতে গরম মসলা বাদে সব গুড়ো মসলা দিয়ে কসিয়ে নিতে হবে কিছু ক্ষণ।

  5. 5

    অন্যদিকে দেখতে হবে চাল,ডাল সব সেদ্ধ হয়েছে নাকি.হলে গ্যাস চালিয়ে কিছুখন ফুটিয়ে তাতে তেল সমেত কসানো মসলাটা ঢেলে দিতে হবে.তারপর আবার হাতা দিয়ে নেড়ে যেতে হবে.যখন খিচুড়ি বসে আসবে তখন গরম মসলা গুড়ো ছড়িয়ে ২মিনিট মতো ফুটিয়ে বন্ধ করে দিতে হবে গ্যাস,রেডি খিচুড়ি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nibedita Banerjee Chatterjee
আমি কুকপ্যাড বাংলার একটি অংশ যে কম্যুনিটি বাড়িতে রান্নার শক্তিতে বিশ্বাস করে.
আরও পড়ুন

Similar Recipes