ভেজ পিৎজা (Veg Pizza recipe in Bengali)

Sanjhbati Sen.
Sanjhbati Sen. @sanjhfoodyworld
India (West Bengal )

ভেজ পিৎজা (Veg Pizza recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা 55 মিনি
2 জন
  1. 1.5 কাপময়দা
  2. 3 টেবিল চামচটক দই
  3. 1/2 চা চামচচিনি
  4. 1/4 চা চামচবেকিং পাউডার
  5. 1/4 চা চামচবেকিং সোডা
  6. স্বাদ মতোনুন
  7. 1 চা চামচসাদা তেল
  8. 1/2 কাপদুধ
  9. 1 টেবিল চামচময়দা
  10. 1 টেবিল চামচমাখন
  11. 2 টেবিল চামচটমেটো সস
  12. 1 চা চামচরেড চিলি সস
  13. 1 টেবিল চামচঅরিগ্যানো
  14. 1 চা চামচচিলি ফ্লেক্স
  15. 1 টাটমেটো স্লাইস
  16. 1 টাপেঁয়াজ কুচি
  17. ½ টাক্যাপ্সিকাম কুচি
  18. 1 চা চামচরসুন কুচি
  19. 1 টেবিল চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা 55 মিনি
  1. 1

    প্রথমে ময়দার সাথে টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রয়োজন হলে সামান্য জল দেওয়া যাবে

  2. 2

    তারপর সেই মাখা ময়দা ছোট একটা বাটিতে সামান্য সাদা তেল মাখিয়ে ঢেকে রাখতে হবে এক ঘন্টা।

  3. 3

    অন্যদিকে হোয়াইট সস তৈরি করার জন্য মাখন গরম করে 1 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মাখনের সাথে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে দুধ দিয়ে একদম কম আছে ভালো করে মিশিয়ে নিতে হবে

  4. 4

    তারপর সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হোয়াইট সস

  5. 5

    অন্যদিকে একটা ছোট বাটিতে টমেটো সস, রেড চিলি সস, অরিগ্যানো, সামান্য চিলি ফ্লেক্স এবং রসুন কুচি দিয়ে পিৎজা সস তৈরি করে নিতে হবে।

  6. 6

    গ্যাসে শুকনো কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে মিডিয়াম আঁচে প্রিহিট হওয়ার জন্য 10 মিনিট

  7. 7

    এক ঘন্টা পর মাখা ময়দাটা বার করে নিয়ে আবারও বেশ ভালো করে ঠেসে মেখে নিতে হবে এক থেকে দু মিনিট তারপর সেটা বড় করে লেচি বার করে বেলে নিতে হবে।

  8. 8

    এবার একটা স্টিলের প্লেট অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে দিতে হবে এবং সেটাতে সামান্য সাদা তেল মাখিয়ে নিতে হবে।

  9. 9

    ওই প্লেটের উপরে বেলে রাখা ময়দার ডো রেখে দিতে হবে এবং আঙুলের সাহায্যে ভালো করে চেপে চেপে ওটাকে বড় করে পাতিয়ে দিতে হবে

  10. 10

    এবার তার ওপরে প্রথমে পিজ্জা সস এবং হোয়াইট সস লাগিয়ে দিতে হবে তারপর টপিং হিসেবে ক্যাপ্সিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি ভালো করে সাজিয়ে দিতে হবে

  11. 11

    সব্জি গুলো সাজিয়ে দেওয়ার পরে ওপর থেকে আবারও হোয়াইট সস দিয়ে দিতে হবে সেইসাথে অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে।

  12. 12

    প্রিহিট করাইতে পিৎজা প্লেট রেখে মিডিয়াম আঁচে প্রথমে 10 মিনিট বেক করতে হবে তারপর আঁচ কে কমিয়ে আরো 25 মিনিট বেক হতে দিতে হবে।

  13. 13

    25 মিনিট পর গ্যাস বন্ধ করে ওই অবস্থায় রাখতে হবে আরও 5 মিনিট তারপর প্লেট কে বার করে হালকা ঠান্ডা করে নিতে হবে।

  14. 14

    সবশেষে সুন্দরভাবে কাটিং করে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanjhbati Sen.
Sanjhbati Sen. @sanjhfoodyworld
India (West Bengal )
Cooking is my passion and love.
আরও পড়ুন

Similar Recipes