নো ইস্ট ভেজ আটা পিজ্জা (no yeast veg atta pizza recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#NoOvenBaking
ইস্ট ও ওভেন ছাড়া যে এত সহজে পিজ্জা বানানো যায় তা শেফ নেহার কাছে শিখে আমি আজ বানিয়েছি ভেজিটেরিয়ান পিজ্জা যা একটি সম্পূর্ণ আহার।

নো ইস্ট ভেজ আটা পিজ্জা (no yeast veg atta pizza recipe in Bengali)

#NoOvenBaking
ইস্ট ও ওভেন ছাড়া যে এত সহজে পিজ্জা বানানো যায় তা শেফ নেহার কাছে শিখে আমি আজ বানিয়েছি ভেজিটেরিয়ান পিজ্জা যা একটি সম্পূর্ণ আহার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘণ্টা
3 জন
  1. পিৎজা বেস এর জন্য
  2. 1/2 কাপআটা
  3. 1/4 চা চামচবেকিং পাউডার
  4. 1/8 চা চামচবেকিং সোডা
  5. স্বাদ অনুযায়ীনুন
  6. 2টেবিল চামচ তেল
  7. 1/4-1/2 কাপটক দই
  8. টপিং এর জন্য
  9. 1টেবিল চামচ মাখন
  10. 2টেবিল চামচ+ 1/2 চা চামচ টমেটো সস ও রসুন বাটা
  11. 1টি পেঁয়াজ পাতলা স্লাইস করে কাটা
  12. 1টি টমেটো ছোট টুকরো করে কাটা
  13. 1টি ক্যাপ্সিকাম ছোট টুকরো করে কাটা
  14. 4টেবিল চামচ স্যুইট কর্ন
  15. 1/2 চা চামচঅরিগ্যানো
  16. 1/2 চা চামচচিলি ফ্লেক্স
  17. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  18. স্বাদ অনুযায়ীনুন
  19. 1/2 কাপপ্রসেসড চিজ গ্রেট করা
  20. 1টি টমেটো পাতলা স্লাইস করা
  21. পরিমাণ মতোকয়েকটি ক্যাপ্সিকাম স্লাইস
  22. 1টি কাঁচা লঙ্কা কুচি

রান্নার নির্দেশ সমূহ

1 ঘণ্টা
  1. 1

    একটি মিক্সিং বোলে আটা, বেকিং সোডা, বেকিং পাউডার নুন ও তেল নিন। সব একসাথে ভালো করে মিশিয়ে নিন। এবার টক দই দিয়ে মেখে একটা ভেজা কাপড় দিয়ে 15 মিনিট ঢেকে রাখুন।

  2. 2

    মাখা আটা 3 ভাগে ভাগ করুন। একটি ভাগ নিয়ে রুটির মতো বেলে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিন।

  3. 3

    একটি বড় সসপ্যানে নুন নিয়ে একটা স্ট্যান্ড রাখুন। এখানে আমি মাইক্রো ওভেনের একটা স্টান্ড ব্যবহার করেছি। স্ট্যান্ড এর ওপর একটা স্টিলের প্লেট রেখে ঢাকা দিয়ে 7 - 8 মিনিট গরম করুন।

  4. 4

    এবার ঢাকা সরিয়ে স্টিলের প্লেটে একটু তেল মাখিয়ে দিন। বেলে রাখা পিৎজা বেস প্লেটের ওপর রেখে আবার ঢেকে দিয়ে রান্না করুন। 10 মিনিটের মধ্যে পিৎজা বেস তৈরি হয়ে যাবে।

  5. 5

    টমেটো সসের সাথে রসুন বাটা মিশিয়ে দিন। পেঁয়াজ, টমেটো, ক্যাপ্সিকাম ও কর্ণ একটি মিক্সিং বোলে নিয়ে অরিগানো, গোলমরিচ, চিলি ফ্লেক্স ও নুন দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিন।

  6. 6

    এবার পিৎজা বেসের উপরে প্রথমে মাখন তারপর সাইড থেকে কিছুটা ছেড়ে সস মাখিয়ে দিন। সস এর উপর সবজির মিক্সার এর লেয়ার দিয়ে গ্রেট করা চিজ ছড়িয়ে দিন। এরপর ক্যাপ্সিকাম ও টমেটো স্লাইস ও কাঁচা লঙ্কা কুচি চিজ এর উপর সাজিয়ে দিন।

  7. 7

    এবার ফ্রাইং প্যান/তাওয়া গরম করুন। টপিং দেওয়া পিৎজা বেস ফ্রাইং প্যানে দিয়ে কম আঁচে ঢেকে রান্না করুন। চিজ গলে গেলে ঢাকনা সরিয়ে দিয়ে রান্না করতে থাকুন আরো কয়েক মিনিট পিৎজা বেস ক্রিসপি হাওয়া অবধি।

  8. 8

    পিৎজা কেটে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

মন্তব্যগুলি (12)

Similar Recipes