ফিশ ফ্রাই(Fish fry recipe in Bengali)

Ivy Chatterjee
Ivy Chatterjee @cook_23790829
কলকাতা

#স্ন্যাক্স

ফিশ ফ্রাই(Fish fry recipe in Bengali)

#স্ন্যাক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
6 জন
  1. 800 গ্রামভেটকি মাছের ফিলেট
  2. 1টি পাতি লেবু
  3. 50 গ্রামধনেপাতা
  4. 50 গ্রামপুদিনা পাতা
  5. 6কোয়া রসুন
  6. 4টি কাঁচা লঙ্কা
  7. 2টি ডিম
  8. 1 চা চামচগোলমরিচ গুড়ো
  9. 200 গ্রামবিস্কুটের গুড়ো
  10. প্রয়োজন মতো সাদা তেল
  11. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    ভেটকি মাছের ফিলেট ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে, পাতি লেবুর রস ও নুন মাখিয়ে 5 মিনিট রেখে দিন।

  2. 2

    ধনেপাতা,পুদিনা পাতা,কাচা লঙ্কা, রসুন একসাথে বেটে নিতে হবে। এরপর নুন, লেবু মাখানো মাছের ফিলেট গুলোতে ভালো করে মাখিয়ে রাখতে হবে 15 মিনিট।

  3. 3

    একটি পাত্রে 2 টি ডিম,নুন ও গোলমরিচ গুড়ো দিয়ে ফেটিয়ে নিতে হবে। এরপর একটা একটা করে মাছের ফিলেট নিয়ে ডিমের গোলা ভালো করে মাখিয়ে বিস্কুটের গুড়ো মাখিয়ে নিতে হবে ও সুন্দর করে আয়তকার আকারে চারদিক সমান করে নিতে হবে। এরপর 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে।

  4. 4

    কড়ায় ডুবিয়ে ভাজার মতো সাদা তেল গরম করে ফিশ ফ্রাই গুলো এপিঠ ওপিঠ ভেজে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ivy Chatterjee
Ivy Chatterjee @cook_23790829
কলকাতা
স্কুল টিচার, রান্না করা আমার প্যাসন
আরও পড়ুন

Similar Recipes