গোলাবজামুন (golabjamun recipe in Bengali)

Mithai Choudhury Roy
Mithai Choudhury Roy @cook_15770233
Kalyani

#স্ন্যাক্স রেসিপি
#father
আমার বাবা মিষ্টি খেতে খুব ভালোবাসে । তাই আমি গোলাবজামুন বানিয়ে আমার বাবাকে উৎসর্গ করলাম ।

গোলাবজামুন (golabjamun recipe in Bengali)

#স্ন্যাক্স রেসিপি
#father
আমার বাবা মিষ্টি খেতে খুব ভালোবাসে । তাই আমি গোলাবজামুন বানিয়ে আমার বাবাকে উৎসর্গ করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৬ জন
  1. ২ কাপ গুঁড়ো দুধ
  2. ২ টেবিল চামচ বাটার / মাখন
  3. ১ টেবিল চামচ বেকিং পাউডার
  4. ২ টেবিল চামচ ময়দা
  5. ২ টেবিল চামচ দুধ
  6. ৩ টেবিল চামচ সুজি
  7. ৭-৮ টেবিল চামচ দুধ ডো তৈরি করার জন্য
  8. সুগার সিরাপের জন্য
  9. ২ কাপ চিনি
  10. ২.৫ কাপ জল
  11. ২ টো এলাচ থেঁতো করা
  12. ২ টেবিল চামচ লেবুর রস
  13. ৪০০ গ্রাম ডীপ ফ্রাই করার জন্য সাদাতেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    একটা বাটিতে সুজি নিয়ে তাতে ২ টেবিল চামচ দুধ দিয়ে ভিজিয়ে রাখতে হবে ।

  2. 2

    একটা বড় থালায় গুঁড়ো দুধ, বাটার একসাথে মিশিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে হাতের তালু দিয়ে । তারপর তাতে বেকিং পাউডার, ময়দা আর ভেজানো সুজি দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে ।

  3. 3

    মাখা হয়ে গেলে ১০ মিনিট ঢেকে রাখতে হবে ।

  4. 4

    ১০ মিনিট রেস্টে রাখার পর ছোটো ছোটো করে বল বানিয়ে নিতে হবে ।সবকটা বল বানিয়ে নিয়েই ভাজতে হবে ।

  5. 5

    অপরদিকে প্যানে তেল গরম বসিয়ে তাতে বলগুলো ছেড়ে দিতে হবে আর মিডিয়াম হীটে গোল্ডেন ব্রাউন করে ভেজে উল্টে পালটে ।জামুনগুলো ৫ মিনিট মতো ঠান্ডা করে নিতে হবে ।

  6. 6

    অপরদিকে কড়াইয়ে চিনি, জল আর এলাচ দিয়ে ফুটতে দিতে হবে ৫ মিনিট মতো। এবার তার মধ্যে ভাজা জামুনগুলো দিয়ে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রাখতে হবে ২ - ৩ ঘন্টা । তাহলেই তৈরি গোলাবজামুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mithai Choudhury Roy
Mithai Choudhury Roy @cook_15770233
Kalyani
Love to cook and clickMy Insta ac @mithai.roy
আরও পড়ুন

Similar Recipes