লইট্যা ঝুরি (loitya jhuri recipe in Bengali)

Bisakha Dey
Bisakha Dey @cook_23544149

#ক্যুইক ফিক্স ডিনার

লইট্যা ঝুরি (loitya jhuri recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
২জন
  1. ৫০০গ্রাম লইট্যা মাছ
  2. ৫টা পেঁয়াজ কুচি
  3. ১টা টমেটো কুচি
  4. ১.৫চা চামচ আদা রসুন বাটা
  5. ১চা চামচ জিরে গুঁড়া
  6. ১/২ চা চামচ গোটা জিরে
  7. ২চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১টা তেজপাতা
  9. ১চা চামচ হলুদ গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. ২টেবিল চামচ ধনেপাতা
  12. ১চা চামচ গরম মসলা
  13. ৩টেবিল চামচ সর্ষে তেল
  14. ১চা চামচ লেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    মাছ গুলো কে লেবুর রস মাখিয়ে ১০মিনিট রাখতে হবে।

  2. 2

    প্যান এ তেল গরম করে মাছ গুলো ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এবার ওই প্যান এই গোটা জিরে,তেজপাতা ফোড়ন দিয়ে আদা রসুন বাটা,পেঁয়াজ কুচি দিয়ে নাড়া চাড়া দিয়ে টমেটো কুচি দিয়ে দিতে হবে।

  4. 4

    এবার জিরে গুঁড়ো,লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে তেল ছাড়া হলে মাছ গুলো দিয়ে নাড়িয়ে ঝুরো হলে ধনেপাতা,গরম মসলা গুঁড়া দিয়ে নামানো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bisakha Dey
Bisakha Dey @cook_23544149

Top Search in

Similar Recipes