ঘুগনি (ghoogni recipe in Bengali)

Soma Roy
Soma Roy @somas_kitchen
Kolkata

#ক্যুইক ডিনার রেসিপি

ঘুগনি (ghoogni recipe in Bengali)

#ক্যুইক ডিনার রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপমটর
  2. 1টা পেঁয়াজ কুচি
  3. 1টা টমেটো কুচি
  4. 1 চা চামচ লঙ্কা কুচি
  5. 1/2 চা চামচআদা রসুন বাটা
  6. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1 চা চামচলংকা গুঁড়ো
  8. 1 চা চামচজিরা গুঁড়ো
  9. 1 চা চামচধনে গুঁড়ো
  10. 1/2 চা চামচগরমমশলা গুঁড়ো
  11. 2 চা চামচতেল
  12. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মটর 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    তারপর মটর নুন আর জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  3. 3

    করাই তে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে, আদা রসুন বাটা দিয়ে মিশিয়ে কয়েক সেকেন্ড ভাজার পর টমেটো কুচি আর সাথে হলুদ গুঁড়ো, লংকা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 2 মিনিট ।

  4. 4

    2 মিনিট পর একটু জল দিয়ে মিশিয়ে মসলা টা ভেজে নিতে হবে।

  5. 5

    এবার এর মধ্যে সেদ্ধ করা মটর দিতে হবে আর ভালো করে মিশিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে ।

  6. 6

    ঘন হয়ে এলে গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে ।

  7. 7

    পরিবেশন করার সময়ে পেঁয়াজ কুচি, লেবুর রস বা তেঁতুল জল দিতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soma Roy
Soma Roy @somas_kitchen
Kolkata
আমি একজন হোমমেকার, রান্না করতে খুব ভালোবাসি, রান্না করে মানুষকে খাওয়াতে ভালো লাগে।
আরও পড়ুন

Similar Recipes