কে এফ সি স্টাইল চিকেন ফ্রাই(KFC style chicken fry recipe in Bengali)

Mithai Choudhury Roy
Mithai Choudhury Roy @cook_15770233
Kalyani

#স্ন্যাক্স রেসিপি

সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে নেওয়া যায় রেস্টুরেন্টের মতো KFC স্টাইল চিকেন ফ্রাই ।

কে এফ সি স্টাইল চিকেন ফ্রাই(KFC style chicken fry recipe in Bengali)

#স্ন্যাক্স রেসিপি

সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে নেওয়া যায় রেস্টুরেন্টের মতো KFC স্টাইল চিকেন ফ্রাই ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৬ জন
  1. চিকেনের কোটিং এর জন্য শুকনো উপকরণ ঃ
  2. ৬ টুকরো চিকেন
  3. ১ চা চামচ রসুনবাটা
  4. ১ চা চামচ আদাবাটা
  5. ২ চা চামচ সয়াসস
  6. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়ো
  9. ১ চা চামচ অরিগ্যানো
  10. ২ টো ডিম
  11. বাটার মিল্কের জন্য ঃঃ
  12. ১ কাপ দুধ
  13. ১ টেবিল চামচ ভিনিগার
  14. ময়দার কোটিং এর জন্য ঃঃ
  15. ১.৫ কাপ ময়দা
  16. ১/৪ কাপ কর্ণ ফ্লাওয়ার
  17. ১/২ চা চামচ নুন
  18. ১/২ চা চামচ রসুনবাটা
  19. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  20. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো ( ঐচ্ছিক )
  21. ১/২ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো
  22. ১/২ চা চামচ মৌরি
  23. ১/২ চা চামচ ধনেগুঁড়ো
  24. ১/২ চা চামচ বেকিং পাউডার
  25. ৪০০ গ্রাম ডীপ ফ্রাই করার জন্য সাদাতেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    শুরুতেই গুছিয়ে নিলাম চিকেনের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে, আর বাটার মিল্কের জন্য দুধ ও ভিনিগার ।

  2. 2

    সাথে বাকী উপকরণ গুলোও গুছিয়ে নিলাম ।

  3. 3

    এবার মশলাগুলো দিয়ে চিকেনের পিসগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম ।আলাদা একটা পাত্রে ডিম ও বাটারমিল্ক ভালোভাবে মিশিয়ে চিকেনের পিসগুলো তাতে ডুবিয়ে ঢেকে রেখে দিতে হবে কমপক্ষে ৪ ঘন্টার জন্যে ।

  4. 4

    চিকেন গুলো কোট করতে শুকনো উপকরণ গুলো গুছিয়ে নিলাম । খুব ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত উপকরণ গুলো ।

  5. 5

    ৪ ঘন্টা ম্যারিনেশনের পর কুক করার অন্তত আধাঘন্টা আগে চিকেনগুলো বেরকরে রাখতে হবে । এবার ওই মিশ্রনটার থেকে চিকেনগুলো আলাদা করে তুলে রাখতে হবে।

  6. 6

    এবার চিকেনগুলো কোটিং করতে হবে ।

  7. 7

    কোটিং এর ক্ষেত্রে চিকেনগুলোকে প্রথমে শুকনো উপকরণে খুব ভালো করে চেপে চেপে কোট করে তারপর তুলে ঝেড়ে নিয়ে ওই আগের তৈরি ডিম আর বাটার মিল্কের গোলায় চুবিয়ে নিতে হবে ।

  8. 8

    এইভাবে

  9. 9

    গোলায় চুবিয়ে তারপর আবার একবার ময়দার কোটিং করে ভালোভাবে ঝেড়ে নিয়ে ডীপ ফ্রাই করতে হবে ।

  10. 10

    প্যানে তেল হাইহীটে গরম করে তারপর মিডিয়াম হীটে রেখে চিকেনগুলো দিয়ে ১২ - ১৫ মিনিট করে সময় নিয়ে ভাজতে হবে । একবারে বাড়িয়ে দিলে বাইরেটা কালার ধরে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবেনা। এইভাবেই সবকটা ভেজে নিতে হবে ।

  11. 11

    একটা কথা বলা খুবই জরুরি সেটা হল KFC স্টাইল চিকেন বানাতে গেলে চিকেনের পিসগুলো করতে হয় স্কিন সমেত । তবেই চিকেনের বাইরের আবরণে ক্রিস্পিভাব খুব ভালো আসবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mithai Choudhury Roy
Mithai Choudhury Roy @cook_15770233
Kalyani
Love to cook and clickMy Insta ac @mithai.roy
আরও পড়ুন

Similar Recipes