চকলেট কেক (chocolate cake recipe in Bengali)

শ্রেয়া দত্ত
শ্রেয়া দত্ত @cook_25151492

#kitchenaibela
#আমারপছন্দেররেসিপি
শুধু আমার নয় হয়তো তোমাদেরও পছন্দ,তাই তোমাদের জন্য আজকের রেসিপি।।

চকলেট কেক (chocolate cake recipe in Bengali)

#kitchenaibela
#আমারপছন্দেররেসিপি
শুধু আমার নয় হয়তো তোমাদেরও পছন্দ,তাই তোমাদের জন্য আজকের রেসিপি।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 2 1/2 কাপময়দা
  2. 1/2 কাপচকলেট পাউডার
  3. 1 কাপচিনি গুড়ো
  4. 1 চা চামচবেকিং পাউডার
  5. 1 চা চামচবেকিং সোডা
  6. 1 কাপতরল দুধ
  7. 1/2 কাপগলানো বাটার
  8. সিরাপের জন্য -
  9. 2 কাপজল
  10. 1/2 কাপচিনি
  11. ফ্রস্টিংয়ের জন্য -
  12. 2 কাপঅল্প বরফ যুক্ত হুউপ্ট ক্রিম
  13. 1/2 কাপআইসিং সুগার
  14. 1 টাগলানো চকলেট
  15. 5-6 টাগোটা চেরি
  16. 2 টেবিল চামচ কুচানো চেরি
  17. 1 টেবিল চামচসুইট বল
  18. 1টেবিল চামচ চকোচিপ্স

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার,বেকিং সোডা একেবারে চেলে নিয়ে পাউডার সুগার মিশিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে বিট করে নিয়ে বাটার মিশিয়ে আবারো বিট করে বেক করার পাত্রে ঢেলে বেক করে নেবো। বেক হলে ঠাণ্ডা করে তিনটে লেয়ারে কেটে নেবো।

  2. 2

    এরপর জল আর চিনি ফুটিয়ে সিরাপ বানিয়ে ঠাণ্ডা করে নেবো। তারপর একটা বাটিতে অল্প বরফ যুক্ত ক্রিম নিয়ে ভালো করে বিট করে আইসিং সুগার দিয়ে আবারো বিট করে নিয়ে গলানো চকলেট আর কোকো পাউডার মিশিয়ে আবারো বিট করে ক্রিম তৈরি করে নেবো।

  3. 3

    এরপর কেকের বেসের ওপর একটু ক্রিম লাগিয়ে কেকের একটা লেয়ার দিয়ে চিনির সিরাপ ব্রাশ করে দেবো তারপর ক্রিম লাগিয়ে কুচি করা চেরি দিয়ে আরেকটা লেয়ার দিয়ে সিরাপ ব্রাশ করে ক্রিম লাগিয়ে চেরি ছড়িয়ে শেষ লেয়ার দিয়ে সিরাপ ব্রাশ করে পুরো কেকে ভালো করে ক্রিম লাগিয়ে নেবো।

  4. 4

    এরপর একটা পিইপিং ব্যাগে নজেল সেট করে পরিমাণ মতো ক্রিম ভরে ইচ্ছা মতো ডিজাইন করে গোটা চেরি, সুইটবল আর চকোচিপ্স দিয়ে সাজিয়ে নিলে তৈরি সকলের প্রিয় চকলেট কেক।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
শ্রেয়া দত্ত

মন্তব্যগুলি (9)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
দারুন লাগে এই পদটা। বানানো বেশ সোজা তবে স্বাদ মনভরানো। শুভেচ্ছা🌹আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কম্মেন্ট করবেন আর চাইলে অনুসরণ🙏

Similar Recipes