হট গুলাব জামুন(hot gulab jamun recipe in Bengali)

Nibedita Banerjee Chatterjee
Nibedita Banerjee Chatterjee @cook_19335026

#ডিলাইটফুল ডেজার্ট

হট গুলাব জামুন(hot gulab jamun recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৬জনের জন্য
  1. ২কাপ গুঁড়ো দুধ
  2. ১ কাপ দুধ
  3. ১/৪ কাপ আনসলটেড বাটার / মাখন
  4. ১২টি কাজু
  5. ৬টি এলাচ
  6. ৪কাপ চিনি
  7. ৩কাপ জল
  8. ১.৫কাপ ময়দা
  9. পরিমাণ মতোসাদা তেল ডিপ ফ্রাই-র জন্য

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে কড়াই গরম করে বাটার দিয়ে দিতে হবে.সেটা গলে গেলে তাতে দুধটা মিশিয়ে দিয়ে একটু নাড়তে হবে।দুধটা ভালো করে মেশানো হলে তাতে গুঁড়ো দুধটা ঢেলে ভালো করে নেড়ে যেতে হবে যাতে সবটা ভালো করে মিশে যায়. গাঢ় হয়ে আসা পর্যন্ত নাড়িয়ে যেতে হবে গ্যাস কমিয়ে.তাহলেই তৈরী হয়ে যাবে মাওয়া

  2. 2

    তারপর হয়ে গেলে ওটা গ্যাস থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে.এরপর এলাচ গুঁড়ো করে নিতে হবে,কাজুগুলো পাতলা করে কেটে নিতে হবে ।এবার গুলাব জামুনের রসটা বানিয়ে নিতে হবে,তার জন্য ১টি পাএে চিনি ও জল দিয়ে গ্যাস অন করে ফোটাতে হবে । তার কিছুখন পর একটু রস ২টো আঙুলে নিয়ে চেক করে দেখতে হবে,যদি আঙুলে হালকা চিটিয়ে যায় তবে বুঝতে হবে রস তৈরী, ওটা গ্যাস থেকে নামিয়ে তাতে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে

  3. 3

    এবার ১টি বাটিতে একটু মাওয়া,এলাচ গুড়ো,কেটে রাখা কাজুগুলো একসাথে মিশিয়ে রাখতে হবে । এরপর ১টি থালাতে বাকি মাওয়াটা নিয়ে তার সাথে ময়দা মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে.শুকনো লাগলে একটু করে দুধ দিয়ে ভালো করে ৫ মিনিট ধরে মেখে নিতে হবে । এবার ওটা থেকে ছোট ছোট লেচি কেটে গোল বলের আকারে বানিয়ে নিতে হবে । তারপর বলের মধ্যিখানটা একটু চ্যাপ্টে ড্রাই ফ্রুটসের মিশ্রনটা একটু করে ভরে মুখটা বন্ধ করে আবার গোল করে নিতে হবে.যাতে বলের গায়ে ক্রাক না থাকে।এইভাবে সব বল গুলো বানিয়ে নিতে হবে

  4. 4

    এবার কড়াইতে তেল মাঝারি গরম করে তাতে বল গুলো ছেড়ে ভালো করে ডিপ ফ্রাই করে লাল রঙের হয়ে গেলে তুলে নিতে হবে ।তারপর সেগুলো রসে কিছুখন ডুবিয়ে রেখে গরম গরম গুলাব জামুন সার্ভ করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nibedita Banerjee Chatterjee
আমি কুকপ্যাড বাংলার একটি অংশ যে কম্যুনিটি বাড়িতে রান্নার শক্তিতে বিশ্বাস করে.
আরও পড়ুন

Similar Recipes