গুলাব জামুন উইথ রাবড়ি এন্ড জিলাপি(gulab jamun with rabri and jilapi recipe in Bengali)

Nibedita Banerjee Chatterjee
Nibedita Banerjee Chatterjee @cook_19335026

#নববর্ষের রেসিপি
#ইবুক

গুলাব জামুন উইথ রাবড়ি এন্ড জিলাপি(gulab jamun with rabri and jilapi recipe in Bengali)

#নববর্ষের রেসিপি
#ইবুক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২জনের জন্য
  1. গুলাব জামন বানানোর জন্য
  2. ২ কাপ মিল্ক পাওডার
  3. ১ চিমটি বেকিং সোডা
  4. ১ টেবিল চামচ সুজি
  5. ১চা চামচ ময়দা
  6. ১/২ কাপ হালকা গরম দুধ
  7. প্রয়োজন অনুযায়ীসাদা তেল ডিপ ফ্রাই এর জন্য
  8. রাবড়ি বানানোর জন্য
  9. ১ লিটার দুধ
  10. ৩/৪ কাপ চিনি
  11. ১চা চামচ এলাচ গুঁড়ো
  12. জিলাপি বানানোর জন্য
  13. ১ কাপ ময়দা
  14. ১ চিমটি বেকিং পাওডার
  15. ২টেবিল চামচ টক দই
  16. প্রয়োজন মতোজল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    গুলাব জামন বানানোর জন্য মিল্ক পাওডারের সাথে বেকিং পাওডার মিশিয়ে সেটি হালকা গরম দুধ দিয়ে মাখতে হবে ভালো করে. তারপর গোল গোল ছোট বলের আকারে গড়তে হবে. এবার রস বানাতে হবে. রস বানানোর জন্য ২ কাপ চিনি ১কাপ জল দিয়ে জল টাকে ফেটাতে হবে ঘন না হওয়া অবদি.

  2. 2

    এবার সাদা তেল গরম করে ডুবো তেলে এগুলো ভাজতে হবে ব্রাউন হওয়া অবদি.ভেজে রসে ফেলে দিলেই রেডি গুলাব জামন.

  3. 3

    রাবড়ি বানানোর জন্য প্রথমে গ্যাস কমিয়ে দুধ হাতা দিয়ে নেড়ে যেতে হবে. দুধ যখন হাফ হয়ে আসবে তখন চিনি মিশিয়ে নিয়ে ঠান্ডা করে পাএের ধারে লেগে থাকা শুকিয়ে যাওয়া পাপড়ি গুলো মিশিয়ে নিতে হবে. তাহলেই রেডি রাবড়ি.

  4. 4

    জিলাপি বানানোর জন্য প্রথমে ময়দার সাথে টক দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে. তারপর জল দিয়ে ১টা থিক ব্যাটার বানাতে হবে. এবার রস বানাতে হবে. ২কাপ চিনি ১কাপ জল ফোটাতে দিতে হবে.ঘন হয়ে এলেই রস তৈরী.এবার প্লাস্টিক দিয়ে ১টি কোন্ বানিয়ে তাতে ব্যাটার ভরে দিয়ে সাদা তেল গরম করে তাতে ইচ্ছে মতো গোল করলে কিছুখন গ্যাস কমিয়ে ভেজে রসে ২মিনিট রেখে তুলে নিলেই রেডি গরম গরম জিলাপি.

  5. 5

    এবার ১টি ডিসে ২টো গরম জিলাপির ওপর একটু রাবড়ি ও তার ওপর ১টা গুলাব জামন দিয়ে এবং তার ওপর কিছু কেশর, এলাচ গুড়ো দিয়ে সাজালেই রেডি গুলাব জামন উইথ রাবড়ি এন্ড জিলাপি.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nibedita Banerjee Chatterjee
আমি কুকপ্যাড বাংলার একটি অংশ যে কম্যুনিটি বাড়িতে রান্নার শক্তিতে বিশ্বাস করে.
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes