সুজির কেশরি হালুয়া (Sujir kesari halwa recipe in Bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#ডিলাইটফুল ডেজার্ট
এই ডেজার্ট টা খেতে খুব সুস্বাদু আর এর মেজারমেন্ট টা ও খুব সহজ সব কিছু একি মাপে নিতে হবে ।

সুজির কেশরি হালুয়া (Sujir kesari halwa recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট
এই ডেজার্ট টা খেতে খুব সুস্বাদু আর এর মেজারমেন্ট টা ও খুব সহজ সব কিছু একি মাপে নিতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ সুজি
  2. ১ কাপ ঘি
  3. ১ কাপ চিনি
  4. ১ টেবিল চামচ কাজু কুচি
  5. ১ টেবিল চামচ পেস্তা কুচি
  6. ৩ কাপ জল
  7. ২ চা চামচ কেশর দুধ
  8. ২ টা এলাচ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সব সামগ্রী গুলো একজায়গায় করে তারপর কড়াইতে ঘি দিয়ে ঘি গরম হলে এলাচ ফাটিয়ে দিয়ে দিতে হবে তারপর ওর মধ্যে সুজি ঢেলে দিয়ে নাড়তে হবে ।

  2. 2

    সুজি ভাজা হলে জল ও চিনি দিয়ে অনবরত নাড়তে হবে ।তারপর একটু ঘনো হয়ে আসলে কেসর দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে ।

  3. 3

    তারপর অনবরত নাড়তে হবে । ঘনো হয়ে আসলে বাচিয়ে রাখা ঘি ও ড্রাই ফুড দিয়ে আরো কিছু ক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপর কড়াই থেকে ঘি ছাড়তে শুরু করলে নামিয়ে নিতে হবে । এই হালুয়া টা সুন্দর দানাদানা লাগে ।

  4. 4

    এবার একটা বাউলে ঢেলে ঠান্ডাকরে নিতে হবে ।

  5. 5

    এবার একটা সর্ভিং প্লেটে হালুয়া টা বাটি ধরে উলটে দিয়ে বাটি টা উঠিয়ে নিতে হবে আর উপর থেকে কিছু ড্রাই ফুড দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Top Search in

Similar Recipes