মুসুর ডালের লাড্ডু (masoor daler ladoo recipe in Bengali)

Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah

#মিষ্টি

আমরা লাড্ডু খেতে সবাই খুব পছন্দ করি।অবশ্যই ট্রাই করো মুসুরডালের লাড্ডু।

মুসুর ডালের লাড্ডু (masoor daler ladoo recipe in Bengali)

#মিষ্টি

আমরা লাড্ডু খেতে সবাই খুব পছন্দ করি।অবশ্যই ট্রাই করো মুসুরডালের লাড্ডু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৩/৪ জন
  1. ২৫০গ্রামমুসুর ডাল
  2. ১/২ কাপঘি
  3. ১ কাপচিনি গুঁড়ো
  4. ২ টেবিল চামচ গুঁড়ো দুধ
  5. প্রয়োজনমত বাদাম কুচি ও কিসমিস কুচি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    মুসুর ডাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ২/৩ ঘন্টা, এর পর শুকনো খোলায় হালকা ভেজে ঠান্ডা করে বেটে নিতে হবে।

  2. 2

    কড়াইয়ে ঘি গরম করে বেটে রাখা ডাল ও বেটে রাখা চিনি দিয়ে নাড়তে হবে, চুলার জ্বাল খুব হালকা আঁচে দিয়ে নাড়তে হবে।

  3. 3

    এরপর গুড়া দুধ দিয়ে ভাল করে নাড়তে হবে যতক্ষন না কড়াই থেকে মিশ্রন টি ছেড়ে আসে ব্রাউন কালার হয়ে আসলে কিসমিস কুচি দিয়ে, মিশ্রন টি নামিয়ে নিতে হবে।

  4. 4

    লাড্ডু বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকতেই যেন হাতে সহ্য হয় হাতের তালুতে ঘি মাখিয়ে নিজের পছন্দ মত শেপ দিতে হবে লাড্ডু ছোট করলে ছোট বড় করলে বড় নিজের পছন্দমত শেপ দিয়ে উপরে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলেই, তৈরি হয়ে গেল মজাদার মুসুরডালের লাড্ডু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah
রান্না করতে ভাঌল লাগেনতুন কত কিছু,জোগাড়ের আয়োজনপড়ে না যেন পিছু।রান্না একটি শখের জিনিসমন দিলেই হয়,তেল, ঝাল, মশলাঠিক তাতে রয় ॥
আরও পড়ুন

Similar Recipes