ফুচকা (fuchka recipe in Bengali)

Shreyoshi Chatterjee
Shreyoshi Chatterjee @cook_22274443

ফুচকা (fuchka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ সুজি
  2. ১/২ চা চামচ আটা
  3. ১/৪ চা চামচ বেকিং পাউডার
  4. ১ চিমটি খাবার সোডা
  5. ২ টো সেদ্ধ আলু
  6. প্রয়োজন অনুযায়ী ছোলা ভেজানো
  7. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা কুচি
  8. স্বাদমতোবিটনুন
  9. ১ চা চামচ পাতিলেবুর রস
  10. ১ চা চামচ গোটা জিরা ভেজে গুঁড়ো করা
  11. ১/২ চা চামচ শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা
  12. পরিমানমতো ভাজার জন্য তেল
  13. স্বাদমত অল্প তেঁতুল জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সুজি সাথে ময়দা মিশিয়ে তার সাথে বেকিং পাউডার ও বেকিং সোডা দিয়ে অল্প অল্প জল দিয়ে ভাল করে মেখে রাখুন। খুব নরমও নয় আবার খুব শক্ত নয় এরাম একটা ডো বানিয়ে রাখুন। কম করে এক ঘন্টা চাপা দিয়ে রাখুন। এক ঘন্টা পর চাপা খুলে আর একবার সেটি মেখে নিন।

  2. 2

    এবার লেচি কেটে বড় বড় রুটির আকারে বেলুন। পাতলা পাতলা করে বেলবেন। এবার ওই রুটি টা থেকে ছোট ছোট গোল গোল করে কেটে নিন।

  3. 3

    কড়াইতে তেল দিয়ে একে একে ভেজে নিন।

  4. 4

    একটি পাত্রে সেদ্ধ আলুর সাথে নুন ও সমস্ত গুঁড়ো মশলা গুলো মিশিয়ে ভাল করে মেখে নিন। এপার পাতিলেবুর রস, তেঁতুল জল, ছোলা মিশিয়ে নিন।

  5. 5

    অপর একটি পাত্রে পাকা তেঁতুল জলের সাথে চটকে মিশিয়ে নিন। সাথে দিন পরিমাণমতো নুন, জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, পাতিলেবুর রস, ধনেপাতা কুচি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shreyoshi Chatterjee
Shreyoshi Chatterjee @cook_22274443

Similar Recipes