সিনেমান রোল(cinnamon roll recipe in bengali)

Papiya Ray
Papiya Ray @cook_19491722

সিনেমান রোল(cinnamon roll recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
2জন
  1. 1 কাপময়দা
  2. 1/2 কাপটক দই
  3. 1 চা চামচবেকিং পাউডার
  4. 1/4 চামচবেকিং সোডা
  5. 6 চা চামচবাটার / মাখন
  6. 1 চা চামচ দারচিনি গুড়ো
  7. 4 চা চামচব্রাউন সুগর
  8. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    ময়দা টা মাখার সময় বেকিং পাওডাড়,বেকিং সোডা,বাটার,চিনি ও নুন সব ভালো করে দই এর সাথে মিশিয়ে মেখে ডো বানিয়ে 10মিনিট রেখে দিয়েছি।

  2. 2

    1টা পাত্রে ব্রাউন সুগার সিনেমন পাওডাড় ও বাটার ভালো ভাবে মিশিয়ে রেখেছি।

  3. 3

    এবার ডো থেকে 1/2নিয়ে বেলে নিয়েছি চৌকো করে।তার মধ্যে সিলিমন পেষ্ট টা ভালো করে মাখিয়ে নিয়ে বুক ফোল্ট করে নিয়েছি।

  4. 4

    ফোল্ট থেকে 5পিস করে নিয়েছি।মাঝখান থেকে কেটে 2টো পার্ট কে পেচিয়ে 1টা সুন্দর শেপ দিয়ে সব গুলো রেডি করে নিয়েছি।

  5. 5

    1টা পাত্রে নুন দিয়ে পৃহীট করেছি ও ফোয়েল পেপার দিয়ে বাটি বানিয়ে তার মধ্যে রেখেছি। পৃহীট করা পাত্রের মধ্যে 1টা স্ট্যান্ড বসিয়ে প্লেট রেখেছি ও ফয়েল বাটি গুলো বসিয়ে ডেকে দিয়েছি 15মিনিট গ্যাস ফুল আচে রেখেছি।তারপর নামিয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Papiya Ray
Papiya Ray @cook_19491722

মন্তব্যগুলি (7)

Similar Recipes