চিঁড়ের চপ (Chirer chop recipe in Bengali)

Arpita Biswas
Arpita Biswas @cook_24314748
দমদম

#monsoon2020

বৃষ্টিমুখর সন্ধ্যায় চায়ের সাথে টা হিসাবে এই চপ খেতে দারুণ লাগে।

চিঁড়ের চপ (Chirer chop recipe in Bengali)

#monsoon2020

বৃষ্টিমুখর সন্ধ্যায় চায়ের সাথে টা হিসাবে এই চপ খেতে দারুণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
5 জন
  1. 1 কাপমোটা চিড়ে
  2. 2টেবিল চামচ ময়দা
  3. 1/2 চা চামচআদা কুচি
  4. 4কোয়া রসুন কুচি
  5. 1টা বড়ো পেঁয়াজ কুচি
  6. 3টে কাঁচা লঙ্কা কুচি
  7. স্বাদ মতোলবণ
  8. 1/2 চা চামচহলুদ
  9. 1/2 চা চামচভাজা জিরে গুঁড়ো
  10. প্রয়োজন মতোসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে চিঁড়ে টাকে ভালো করে ধুয়ে একটা পাত্রে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে 10 মিনিট।

  2. 2

    কড়াইতে অল্প তেল গরম করে কুচিয়ে রাখা আদা, রসুন, পিঁয়াজ, লঙ্কা কুচি দিয়ে তাতে লবণ, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার ভেজানো চিঁড়ে থেকে ভালো করে জল ঝরিয়ে তাতে লবণ, হলুদ,ভেজে নেওয়া মশলা আর ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়ে গোল গোল করে বড়ার মতো শেপ দিতে হবে।

  4. 4

    এবার কড়াইতে তেল গরম করে চপ গুলো উলটে পালটে ভেজে নিতে হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Biswas
Arpita Biswas @cook_24314748
দমদম
রান্না আমার শখ
আরও পড়ুন

Similar Recipes