আলুর চপ (aloor chop recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#MM4
#Week4
বৃষ্টির দিনে চপ,ভাজা ভুজি খেতে খুব ভালো লাগে
তাই আলুর চপ বানিয়ে নিলাম।

আলুর চপ (aloor chop recipe in Bengali)

#MM4
#Week4
বৃষ্টির দিনে চপ,ভাজা ভুজি খেতে খুব ভালো লাগে
তাই আলুর চপ বানিয়ে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪জন
  1. ৩টে মাঝারি আলু
  2. ১/২চা চামচ আদা বাটা
  3. ১চা চামচ লঙ্কা গুঁড়ো
  4. ১চা চামচ চাট মশলা
  5. ১চা চামচ হলুদ গুঁড়ো
  6. স্বাদ মতনুন
  7. ১ কাপ বেসন
  8. ১/২চা চামচ বেকিং সোডা
  9. ২চা চামচ ভাজা মশলা ( ধনে+ জিরে ও শুকনো লঙ্কা)
  10. পরিমাণ মতভাজার জন্যে সাদা তেল
  11. ২ চা চামচ সর্ষের তেল
  12. ১/২চা চামচ কালো জিরা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে গোটা আলু কুকারে সেদ্ধ করে নেবো, এবার ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে আলু ম‍্যাশ করে নেবো।

  2. 2

    এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে,পরিমান মতো নুন,আদা বাটা, লঙ্কা গুড়ো, হলুদ গুড়ো, চাটমশলা দিয়ে নাড়াচাড়া করে আলু দিয়ে ভালো করে নাড়তে হবে।

  3. 3

    এবার এর মধ্যে ভাজা মশলা দিতে হবে, নাড়তে নাড়তে দল মতো হয়ে আসবে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।

  4. 4

    ব‍্যাটারের জন্য ব‍্যাসনে নুন,১/২চামচ লঙ্কার গুড়ো,কালোজিরা, ভাজা মশলা গুড়ো,বেকিং সোডা ও১ চামচ তেল মিশিয়ে অল্প অল্প করে জল দিয়েএকটা ঘন ব‍্যাটার গুলে নিতে হবে

  5. 5

    এবার প‍্যানে তেল গরম করতে হবে, আলুর পুর হাতে চ‍্যাপ্টা করে নিয়ে ব‍্যাসনে চুবিয়ে তেলে দিয়ে একপাশ হলে উল্টে চপ গুলো লাল করে ভেজে নিতে হবে।

  6. 6

    এবার সব গুলো ভাজা হলে মুড়ির সঙ্গে গরম গরম চপ সাজিয়ে দিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes