চিঁড়ের টিকিয়া (chirer tikia recipe in Bengali)

Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

#monsoon2020 বর্ষার রিমঝিম বা ঝমঝম সন্ধ‍্যায় চায়ের সাথে মুখরোচক টা।

চিঁড়ের টিকিয়া (chirer tikia recipe in Bengali)

#monsoon2020 বর্ষার রিমঝিম বা ঝমঝম সন্ধ‍্যায় চায়ের সাথে মুখরোচক টা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৪জন
  1. ২কাপমোটাচিঁড়ে
  2. ১ টা বড় সেদ্ধ আলু
  3. ১ টা বড় পেঁয়াজ (কুচি করা)
  4. ২ টেবিল চামচ ক্যাপ্সিকাম কুচি
  5. ২ টোকাঁচালঙ্কা (কুচি করা)
  6. স্বাদমতোলবণ
  7. ১ টেবিল চামচ ভাজামশলা
  8. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  9. ১চা চামচ চাট মশলা
  10. স্বাদমতোবিটনুন
  11. ২ টেবিল চামচকর্নফ্লাওয়ার
  12. ৩ টেবিল চামচসাদা তেল
  13. ১/২কাপজল

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    চিঁড়ে ধুয়ে ১/২কাপ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    জল ঝরিয়ে একটি বড় পাত্রে চিঁড়ে নিয়ে তেল ও বিটনুন বাদে সব উপকরণ দিয়ে শুকনো মন্ড তৈরী করতে হবে।

  3. 3

    হাতের তেলোয় অল্প তেল লাগিয়ে ওই মন্ড থেকে একটা একটা অংশ নিয়ে টিকিয়ার আকারে গড়ে নিতে হবে।

  4. 4

    ফ্রাইপ‍্যানে তেল গরম হলে টিকিয়াগুলি অল্প থেকে মাঝারি আঁচে দুপিঠ স‍্যালো ফ্রাই করে নিতে হবে।

  5. 5

    প্লেটে রেখে উপরে বিটনুন ছড়িয়ে গরম ধোঁয়া ওঠা চায়ের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

Similar Recipes