এগ চিকেন তড়কা(egg chicken tadka recipe in Bengali)

Attreyee Ghosh
Attreyee Ghosh @attreyee

এগ চিকেন তড়কা(egg chicken tadka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০ গ্রাম ছোলার ডাল
  2. ২০০ গ্রাম মুগ কড়াই
  3. ৩টিপিঁয়াজ
  4. ১০/১২টিরসুন কোয়া
  5. ২ইঞ্চিআদা
  6. ২টেবিল চামচ ৫ টাকার তড়কা মশলা
  7. ২ চা চামচলঙ্কা গুঁড়ো
  8. ১চা চামচহলুদ
  9. ২চা চামচজিরে
  10. ২চা চামচধনে
  11. ১ চা চামচকাসৌড়ি মেথি পাতা
  12. স্বাদমতোনুন ও চিনি
  13. ২টিডিম
  14. ১৫০ গ্রামচিকেনকুচি(বোনলেস)
  15. ২ টিটমেটো বড়
  16. পরিমান মতস্যালেডের জন্য শসা,টমেটো, পিঁয়াজ,ধনেপাতা,পাতিলেবু
  17. ১০০ গ্রামসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন টাকে নুন লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিতে হবে।সেদ্ধ করা জল টা রেখে দিতে হবে।২রকম ডাল একসাথে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে।এবার কড়াইতে সরষের তেল দিয়ে গরম হলে তাতে পিঁয়াজ কুঁচো টাকে অল্প ভেজে নিতে হবে,তারপর রসুন,আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।এবার হলুদ গুঁড়ো,লঙ্কা গুঁড়ো,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে জল ছাড়া চিকেন সেদ্ধ টা দিতে হবে।ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছাড়লে ডাল সেদ্ধ দিতে হবে।এবার ৫ মিনিট ঢাকা দিয়ে খুলে অরিজ্ঞানো দিতে হবে।

  2. 2

    এবার তরকা মশলা টা দিয়ে দিতে হবে।চিকেন সেদ্ধ জল টা দিয়ে ভাল করে মিশিয়ে ঢেকে দিতে হবে।মিনিট ২ পর ভালো করে সেদ্ধ হয়ে গেলে ডিম টা নুন দিয়ে ফেটিয়ে দিয়ে মিশিয়ে কাসৌড়ি মেথি হাতে করে একটু কচলে দিয়ে দিতে হবে।

  3. 3

    ভাল করে মিশিয়ে নিয়ে নামিয়ে ওপরে একটু পাতিলেবু ছড়িয়ে, স্যালাড দিয়ে সাজিয়ে রুটি,নান ইত্যাদির সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Attreyee Ghosh
Attreyee Ghosh @attreyee

Similar Recipes