এগ তড়কা (egg tadka recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

এগ তরকা রুটি পরোটা নান সবকিছু সঙ্গে খুব ভালো লাগে। আমি এটা প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি।

এগ তড়কা (egg tadka recipe in Bengali)

এগ তরকা রুটি পরোটা নান সবকিছু সঙ্গে খুব ভালো লাগে। আমি এটা প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪জন
  1. ২৫০ গ্রাম মুগ কলাই,রাজমা, ছোলা, মটর মেশানো ডাল।
  2. ১৫ কোয়ারসুন কুচি
  3. ১ ইঞ্চি আদা কুচি
  4. ৩ টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি
  5. ৩টৈ ডিম
  6. ১ চা চামচ ধনে গুঁড়ো
  7. ১ চা চামচ জিরা গুঁড়ো
  8. ১ চা চামচ হলুদ গুঁড়া
  9. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  10. ৪টে কাঁচা লঙ্কা কুচি
  11. স্বাদমতোলবণ
  12. পরিমাণমতো সরষের তেল
  13. ১ চা চামচ রোস্টেড কাসুরি মেথি
  14. ২ চা চামচবাটার
  15. ২ টো টমেটো কুচি
  16. ১ চা চামচ গরম মশলা গুঁড়া
  17. ১ টা তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ডাল ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নামিয়ে নিতে হবে

  2. 2

    সরষের তেলে তেজপাতা দিয়ে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে হালকা করে ভেজে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, হলুদ গুঁড়োও টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ করা ডাল ওর মধ্যে দিয়ে দিতে হবে।

  3. 3

    এবার স্বাদমতো লবণ আর ডিম গুলো ভেঙে দিয়ে ভাল করে মিশিয়ে দিতে হবে।

  4. 4

    তারপর কিছুটা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে

  5. 5

    এরপর রোস্টেড কাসুরি মেথি হাতে গুঁড়ো করে দিতে হবে। তারপর গরম মশলা গুঁড়ো ও ১চামচ বাটার দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আরো ২ মিনিট রেখে নামিয়ে নিতে হবে।।

  6. 6

    ওপর দিয়ে আরও খানিকটা বাটার ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes