এগ তড়কা (Egg torka recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#স্পাইসি

এগ তড়কা (Egg torka recipe in Bengali)

#স্পাইসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
  1. ২০০ গ্রাম তড়কা ডাল
  2. ২ টো ডিম
  3. ১ টা বড় পেঁয়াজ কুচি
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ রসুন বাটা
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১/২ চা চামচলঙ্কা গুঁড়ো
  8. ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  9. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  10. ১ টেবিল চামচ টমেটো সস
  11. ১/২ চা চামচ চিনি
  12. ২-৩ টেবিল চামচ সাদা তেল
  13. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    তড়কার ডালটা ধুয়ে ৭-৮ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    তারপর কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি টা দিয়ে একটু নাড়তে হবে তারপর তাতে আদা বাটা আর রসুন বাটা দিয়ে নাড়তে হবে।

  3. 3

    তারপর জিরা গুড়ো, ধনে গুড়ো, লংকা গুড়ো,হলুদ আর নুন দিয়ে সাথে একটু জল দিয়ে ভালোভাবে মশালার কষতে হবে। একটু কষানো হলে মাঝখানে দুটো ডিম ভেঙে দিয়ে আচঁটা কমিয়ে ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে।

  4. 4

    তারপর ঢাকা তুলে ডিমটা সেদ্ধ হয়ে গেলে ভালো করে কষিয়ে সেদ্ধ করা ডালটা ঢেলে দিতে হবে ।

  5. 5

    তারপর তাতে চিনি টা দিয়ে ৬ মিনিট রান্না করতে হবে।

  6. 6

    তারপর কাসুরি মেথি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes