ইলিশের সাবেকি জিরে বাটার ভাতে ভাপা (jeere batay illish bhaapa recipe in Bengali)

Amrita Gupta
Amrita Gupta @cook_24781311

#মাছের রেসিপি
ইলিশ মাছের সরষে পোস্ত ভাপা তো প্রায় সকলের কাছেই খুব পরিচিত। কিন্তু খাঁটি বাংলাদেশের রেসিপি, এই ইলিশের জিরে বাটার ভাতে ভাপা সাবেকিয়ানা আর স্বাদে ভরপুর, যা আপনার স্বাদকোরককে উদ্দীপিত করবেই করবে এটুকু নিশ্চিত

ইলিশের সাবেকি জিরে বাটার ভাতে ভাপা (jeere batay illish bhaapa recipe in Bengali)

#মাছের রেসিপি
ইলিশ মাছের সরষে পোস্ত ভাপা তো প্রায় সকলের কাছেই খুব পরিচিত। কিন্তু খাঁটি বাংলাদেশের রেসিপি, এই ইলিশের জিরে বাটার ভাতে ভাপা সাবেকিয়ানা আর স্বাদে ভরপুর, যা আপনার স্বাদকোরককে উদ্দীপিত করবেই করবে এটুকু নিশ্চিত

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৮ জন
  1. ৮ টুকরো ইলিশ মাছ
  2. ৪ টেবিল চামচ জিরে বাটা
  3. ৪-৫ টা শুকনো লঙ্কা বাটা(এটা অবশ্য নিজের নিজের ঝালের স্বাদ অনুযায়ি)
  4. ১/২কাপ সর্ষের তেল
  5. পরিমাণ মতোগরম মশলা বাটা- (এখানে শুধু ২ টুকরো ছোটো দালচিনি আর মাত্র ২-৩ টে এলাচ একসাথে বাটা)
  6. স্বাদমতোনুন
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমেই একটা বড় হাঁড়িতে বেশ ভালো পরিমাণে ভাত বসাতে হবে। আরে আরে অবাক হবেন না, ভাতের রেসিপি দিয়ে আপনাদের ঠকাবো না😉, ভাপা টা যে ওই ভাতেই হবে তাই সবার প্রথমে ভাতটা রেডি করতে হবে।

  2. 2

    এবার ভাত মোটামোটি হয়ে এলে, একটা বাটিতে সমস্ত বাটা মশলা, নুন, হলুদ আর ১/২ কাপ তেলের মধ্যে অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে।

  3. 3

    এবার একটা টিফিন বক্সে ইলিশ মাছ গুলো সাজিয়ে ওই মশলার মিশ্রণ টা ঢেলে দিন।তারপর ওপর থেকে বাকি সরষের তেলটা দিয়ে বক্সের ঢাকনা বন্ধ করে রেখে দিন।

  4. 4

    এদিকে ভাত হয়ে গেছে। ঝটপট ভাতের ফ্যান ঝরিয়ে নিন। এবার সঙ্গে সঙ্গ একটা বড় সাইজের পাত্রে হাঁড়ির ভাতের অর্ধেকটা ঢেলে রেখে, হাঁড়িতে থাকা অর্ধেক একদম গরম ভাতের মধ্যে মাছ ভর্তি টিফিন বক্সটা রেখে, তার ওপর পাত্রের বাকি গরম ভাত টা ঢেলে হাঁড়ির ঢাকনা বন্ধ করে রেখে দিন, খুব দ্রুত হাতে কাজটা করতে হবে, ভাত একদম ধোঁয়া ওঠা গরম থাকা অবস্থাতেই।

  5. 5

    ব্যাস আপনার কাজ শেষ। এবার যখন খেতে বসবেন তখন আলতো হাতে ভাত সরিয়ে ইলিশ ভাপার কৌটোটা বার করে নিয়ে, গরম ভাতের সাথে পরিবেশন করুন এই অনন্য স্বাদের জিরে বাটার ভাপা ইলিশ।মোটামোটি আধ ঘন্টা মতো রাখলেই ভাপা তৈরি হয়ে যায়। আহা!!! ইহার স্বাদ অতুলনীয়।কেউ না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করুন, চিরদিন মনে রাখবেন এটা বলে রাখলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Amrita Gupta
Amrita Gupta @cook_24781311

Similar Recipes