সর্ষে ইলিশ (Shorsha illish recipe in Bengali)

Pinky Nath
Pinky Nath @cook_88886666
Kolkata

#PBR
ইলিশের মরসুমে ইলিশ ছাড়া আর কিছু কি ভাবা যায়?? নিয়ে আসলাম সরষে ইলিশ।

সর্ষে ইলিশ (Shorsha illish recipe in Bengali)

#PBR
ইলিশের মরসুমে ইলিশ ছাড়া আর কিছু কি ভাবা যায়?? নিয়ে আসলাম সরষে ইলিশ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
3 জন
  1. 3 টুকরো ইলিশ মাছ
  2. 2 টেবিল চামচসাদা আর লাল সর্ষে বাটা
  3. 3 টিকাঁচালঙ্কা
  4. 1/4+1/4 +1/4 চা চামচহলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো
  5. 1/4 চা চামচআদা বাটা
  6. 1/4চা চামচ কালোজিরে
  7. 1/2 কাপজল
  8. স্বাদ মতনুন
  9. পরিমাণ মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে কালোজিরে ফুরন দিয়ে
    নুন, হলুদ, জিরে আর লাল লংকা মাখানো ইলিশ মাছের টুকরোগুলো হালকা ভেজে নিতে হবে।

  2. 2

    এবার মাছগুলি ভাজা হওয়ার পর দিয়ে দিতে হবে সরষে বাটা আর আদা বাটা। আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে।

  3. 3

    এ সময় দিয়ে দিতে হবে জল আর আন্দাজমতো নুন। এবার ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না মাছগুলো সিদ্ধ হয়, মাখা মাখা হয়ে আসে।

  4. 4

    দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। হয়ে গেল তৈরি আমাদের সরষে ইলিশ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pinky Nath
Pinky Nath @cook_88886666
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes