ভাঁপা ইলিশ (bhaapa illish recipe in Bengali)

Soumi Majumdar
Soumi Majumdar @soumiMajumdar

#স্বাদেররান্না
ইলিশ মাছ মানেই বাঙ্গালীদের ইমোশন। আর দুপুরে যদি এই ভাপা ইলিশ থাকে ভাতের সঙ্গে তাহলে তো কোন কথাই নেই। মধ্যাহ্নভোজন টা পুরো জমে যায়।

ভাঁপা ইলিশ (bhaapa illish recipe in Bengali)

#স্বাদেররান্না
ইলিশ মাছ মানেই বাঙ্গালীদের ইমোশন। আর দুপুরে যদি এই ভাপা ইলিশ থাকে ভাতের সঙ্গে তাহলে তো কোন কথাই নেই। মধ্যাহ্নভোজন টা পুরো জমে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৬ জন
  1. ৬ টুকরো ইলিশ মাছ
  2. ১কাপ সর্ষে বাটা
  3. ৫ -৬ টা কাঁচা লঙ্কা
  4. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  5. স্বাদমতোলবণ

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে ইলিশ মাছ গুলোকে ভাল করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    এবারে একটা ঢাকনাযুক্ত টিফিন বক্স নিয়ে নিতে হবে।

  3. 3

    টিফিন বক্সে একে একে মাছগুলোকে বসিয়ে দিতে হবে।

  4. 4

    সর্ষে ভালো করে পেস্ট করে ছেঁকে নিতে হবে।

  5. 5

    কাঁচালঙ্কা পেস্ট করে নিতে হবে

  6. 6

    এবারে মাছের মধ্যে সরষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর লবণ হলুদ সর্ষের তেল দিয়ে ভাল করে মেখে টিফিন বক্সের ঢাকনা টা বন্ধ করে দিতে হবে।

  7. 7

    এবার একটি কড়াইতে একটু জল দিয়ে টিফিন বক্স টা বসিয়ে দিতে হবে কড়াই ঢেকে দিতে হবে ৩০-৪০ মিনিটের জন্য।

  8. 8

    আর গ্যাসের হিট টা লো রাখতে হবে সেই হিট এই আস্তে আস্তে মাছটা সেদ্ধ হয়ে যাবে।

  9. 9

    ৩০মিনিট পর গ্যাস টা বন্ধ করে দিতে হবে তারপর টিফিন বক্স টা নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumi Majumdar
Soumi Majumdar @soumiMajumdar

Similar Recipes