শুঁটি পকেট (shuti pocket recipe in Bengali)

Shilpa Taran Ghosh
Shilpa Taran Ghosh @cook_13409824
Kolkata

#ভাজার রেসিপি

শুঁটি পকেট (shuti pocket recipe in Bengali)

#ভাজার রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2জন
  1. 1 কাপকড়াইশুঁটি সেদ্ধ
  2. স্বাদ মতনুন
  3. স্বাদ মতগোলমরিচ গুঁড়ো
  4. 1 কাপময়দা
  5. 1 চা চামচসুজি
  6. প্রয়োজন অনুযায়ীসাদা তেল
  7. 1 চিমটিবেকিং সোডা
  8. 1 টেবিল চামচপেঁয়াজ কুচি
  9. 1 টেবিল চামচরসুন কুচি
  10. 2 চিমটিজলজিরা পাউডার
  11. প্রয়োজন অনুযায়ীসাদা তেল ভাজার জন্য
  12. 1 চা চামচধনে পাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    সেদ্ধ মটর গুলো অল্প চটকে নিতে হবে খুব বেশি চটকাতে হবে না

  2. 2

    এবার করাইতে 1টেবিল চামচ সাদাতেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি ভেজে জলজিরা মসলা,ধনে পাতা কুচি,গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে অল্প নাড়াচাড়া করে মোটর গুলো দিয়ে আরো 5 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।

  3. 3

    এবার পুর টাকে ঠান্ডা করতে দিতে হবে।

  4. 4

    এবার ময়দা,নুন,সুজি,বেকিং সোডা সব ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে মেখে শক্ত ডো বানিয়ে নিতে হবে।(তবে খুব বেশি শক্ত নয়)

  5. 5

    এবার অল্প একটু ময়দা ছড়িয়ে খুব পাতলা করে বেলে নিতে হবে তার মধ্যে পুর দিয়ে দিতে হবে।

  6. 6

    এবার অল্প একটু ময়দা গুঁড়ো জলের সাথেমিসিয়ে একটা আঠার মত তৈরি করে নিয়ে চার পাশে তুলে মুড়ে দিতে হবে যাতে ঠিক চৌক আকৃতি পায়

  7. 7

    এভাবে 4থেকে 6টি বানানো যাবে।

  8. 8

    এবার ডুব তেলে অল্প আঁচে গোল্ডেন করে ফ্রাই করে নিলেই তৈরি শুঁটি পকেট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilpa Taran Ghosh
Shilpa Taran Ghosh @cook_13409824
Kolkata
cook not my love it's my passion
আরও পড়ুন

Similar Recipes