ছাতুর কচুরী(chatu kochuri recipe in Bengali)

Jhulan Mukherjee
Jhulan Mukherjee @Jhulan_91

#ebook2
রথযাত্রা/ জন্মাষ্টমী

ছাতুর কচুরী(chatu kochuri recipe in Bengali)

#ebook2
রথযাত্রা/ জন্মাষ্টমী

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
15 পিস
  1. 1.5 কাপময়দা
  2. 1/2 কাপছাতু
  3. স্বাদ অনুযায়ীনুন
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1 চিমটিহিং
  6. 1 চা চামচভাজা জিরে গুঁড়া
  7. 2 চা চামচসাদা তেল মোয়ান এর জন্য
  8. 1/4 চা চামচজোয়ান
  9. 1/2 চা চামচচিনি
  10. প্রয়োজন মতসাদা তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    ময়দা নুন,সাদা তেল, জোয়ান দিয়ে ভালোভাবে মেখে 15 মিনিট ঢেকে রাখতে হবে।

  2. 2

    এরপর কড়া তে তেল দিয়ে একটু হিং দিয়ে আদা বাটা দিয়ে হালকা ভেজে ছাতু আর নুন চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে জল দিয়ে সামান্য শক্ত ভাবে মেখে নিয়ে ভাজা জিরে গুঁড়া মিশিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে।

  3. 3

    এরপর ময়দা থেকে ছোটো ছোটো লেচি কেটে তার মধ্যে পুর ভরে লুচির মত করে বেলে সাদা তেলে ভেজে নিলেই তৈরি।

  4. 4

    গরম গরম ছাতু কচুরী সাথে আলু তরকারি আর সুজির হালুয়া দিয়ে পরিবেশন করলে নিরামিষ দিনে বা পুজোর দিনে দারুন লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jhulan Mukherjee
Jhulan Mukherjee @Jhulan_91

Similar Recipes