মটর ডালের খিচুড়ি (Mator daler Khichdi recipe in Bengali)

Debanjana Ghosh
Debanjana Ghosh @deba_14
Salkia, Howrah

মটর ডালের খিচুড়ি (Mator daler Khichdi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. ১.৫কাপ চাল
  2. ১/২ কাপ মটর ডাল
  3. ১/২ কাপ মুগ ডাল
  4. ২ টো পিঁয়াজ কুচি
  5. ১টি রসুন কুচি
  6. ১ চা চামচ আদা কুঁচি
  7. ২-৩ টি লঙ্কা কুচি
  8. ২ চা চামচ তেল
  9. ১ টাতেজপাতা
  10. ১ চা চামচ গোটা জিরে
  11. ৩ টা শুকনো লঙ্কা
  12. স্বাদ অনুযায়ীনুন
  13. ১ চা চামচ চিনি
  14. ১ চা চামচহলুদ গুঁড়া
  15. ২ চা চামচ ঘি
  16. ১ চা চামচ গরম মশলা
  17. প্রয়োজন অনুযায়ীজল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে তেলে একটা বড় তেজপাতা, দু তিনটে শুকনো লঙ্কা ও এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছি।

  2. 2

    এবার আদা কুঁচি, লঙ্কা কুঁচি, রসুন কুঁচি ও পিঁয়াজ কুঁচি দিয়ে ভালো ভাবে নাড়িয়ে নিয়েছি।

  3. 3

    এবার ওই একই কড়াইতে ভাজা মুগ ডাল মিশিয়ে নিয়ে হলুদ গুঁড়া দিয়ে জল দিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি। অন্য দিকে প্রেসার কুকারে চাল ও মটর দল হাফ সিদ্ধ করে নিয়েছি।

  4. 4

    এবার ওই মুগ ডালের কড়াইতে চাল ও মটর ডাল মিশিয়ে পরিমাণ মতন নুন চিনি দিয়ে পুরোটা রান্না করে নিয়েছি। সবশেষে গরম মশলা ও ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debanjana Ghosh
Salkia, Howrah

Similar Recipes