বাসন্তী পোলাও (basonti pulao recipe in Bengali)

Durga Sarkar
Durga Sarkar @cook_24939763

#পূজা2020
এটা বাঙালির একটা ট্রেডিশনাল রান্না। দুর্গা পুজোতে মাকে ভোগ দেওয়ার জন্য আমরা বানিয়ে থাকি। এটা পুরোপুরি নিরামিষ একটা রান্না।

বাসন্তী পোলাও (basonti pulao recipe in Bengali)

#পূজা2020
এটা বাঙালির একটা ট্রেডিশনাল রান্না। দুর্গা পুজোতে মাকে ভোগ দেওয়ার জন্য আমরা বানিয়ে থাকি। এটা পুরোপুরি নিরামিষ একটা রান্না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪ জন
  1. ৫০০ গ্রাম গোবিন্দভোগ চাল
  2. ৪ টেবিল চামচ ঘি
  3. ১ মুঠো কাজু,কিসমিস
  4. ৪-৫ টা গোটা এলাচ,লবঙ্গ,দালচিনি
  5. ১ ইঞ্চি আদা
  6. ৪ টেবিল চামচ চিনি
  7. স্বাদ মতোনুন
  8. ১ টা তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    সবার প্রথমে গোবিন্দ ভোগের চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। জলটা পুরোপুরি শুকিয়ে গেলে এর মধ্যে দুই টেবিল চামচ ঘি,অল্প নুন,চিনি হলুদ মাখিয়ে নিতে হবে

  2. 2

    এরপর কড়াইতে ঘি দিয়ে কাজু,কিসমিস হালকা ভেজে উঠিয়ে নিতে হবে। তারপর আবার প্রয়োজন মতো ঘি দিয়ে তেজপাতা,গোটা গরম মসলা,ঘসে নেওয়া আদা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চালটা দিতে হবে।

  3. 3

    চালটা কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমান মতো গরম জল চার টেবিল চামচ চিনি আর স্বাদ মতো নুন দিতে হবে। চার কাপ চালের জন্য সাড়ে চার কাপ জল দিতে হবে। এবার এটা চাপা দিয়ে সাত আট মিনিট ফুটিয়ে নিতে হবে যত ক্ষণ না চাল টা সেদ্ধ হয়।

  4. 4

    তারপর ওপর থেকে ভেজে রাখা কাজু কিসমিস আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দু তিন মিনিট ঢেকে রেখে গরম গরম পরিবেশন করতে হবে।তাহলেই তৈরী হয়ে যাবে আমাদের বাসন্তী পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Durga Sarkar
Durga Sarkar @cook_24939763

Similar Recipes