রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট।
৪ জনার জন্য।
  1. ২৫০ গ্রাম গোবিন্দভোগের চাল
  2. ৫ চা চামচ ঘি
  3. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  4. ১/২ চা চামচ আদা বাটা
  5. ৩-৪ চা চামচ চিনি
  6. ২ টেবিল চামচ কাজুবাদাম
  7. ২ টেবিল চামচ কিসমিস
  8. ৩ টা গোটা এলাচ
  9. ৩ টা লবঙ্গ
  10. ১ টুকরো দারচিনি
  11. ১ টা তেজপাতা
  12. পরিমান মতজল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট।
  1. 1

    প্রথমে গোবিন্দভোগের চাল গুলো কে ধুয়ে নিয়ে ওর মধ্যে পরিমান মত জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    তারপর চাল গুলো কে জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং বোলে চাল গুলো নিয়ে ওর মধ্যে ৩ চামচ ঘি ও চিনি হলুদ গুরা দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে।

  3. 3

    তারপর করাই ১ চামচ ঘি দিয়ে ওর মধ্যে কাজুবাদাম ও কিসমিস গুলো কে ভেজে নিয়ে ওর মধ্যে তেজপাত ও গোটা গরম মশলা ও আদা বাটা দিয়ে ওর মধ্যে চাল গুলো কে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে পরিমান মত জল দিয়ে ১০ মিনিট ঢেকে রান্না করে নিতে হবে।

  4. 4

    তারপর নামানোর আগে ওর ওপর দিয়ে ১ চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে ঝরঝরে হলে নামিয়ে নিতে হবে এবং তৈরি হয়ে যাবে মিষ্টি পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhumita Kayal
Madhumita Kayal @Madhumita2008
Raghabpur(Baspara) P.O -Nepalgunj P.S -Bishnupur Dist -24 Pgs (S) Kolkata-700103.

Similar Recipes