দই ফুচকা(doi fuchka recipe in Bengali)

শমীপর্ণা সাহা
শমীপর্ণা সাহা @Shamiparna_kitchen

#Khong
#আমিরান্নাভালোবাসি
দইফুচকা আমাদের সবার প্রিয়।বাড়িতে দোকানের মতো ফুচকা খুব সহজেই বানানো যায়।

দই ফুচকা(doi fuchka recipe in Bengali)

#Khong
#আমিরান্নাভালোবাসি
দইফুচকা আমাদের সবার প্রিয়।বাড়িতে দোকানের মতো ফুচকা খুব সহজেই বানানো যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
২জন
  1. ১টা আলু
  2. ১টা ছোট পেঁয়াজ
  3. ২টা লঙ্কা কুচি
  4. ১ চা চামচধনেপাতা কুচি
  5. ১চা চামচ ধনে গুঁড়া
  6. ১চা চামচ জিরে গুঁড়ো
  7. স্বাদমতোলবণ
  8. প্রয়োজন অনুযায়ীবীট লবণ
  9. স্বাদমতোগোলমরিচ গুঁড়ো
  10. পরিমাণ মতোচাট মশলা
  11. ১কাপ টক দই
  12. স্বাদমতোতেঁতুল
  13. স্বাদমতোগুড়+চিনি
  14. পরিমানমতোসাদা তেল
  15. ১/২কাপ সুজি
  16. ১/২ কাপ ময়দা
  17. ১/৪চা চামচ বেকিং সোডা
  18. প্রয়োজন অনুযায়ীজল

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    ১/২কাপ ময়দা, ১/২কাপ সুজি, ১/৪ চা চামচ বেকিং সোডা,১চা চামচ তেল দিয়ে মিশিয়ে নিন

  2. 2

    অল্প অল্প ঠান্ডা জল দিয়ে শক্ত করে মাখুন। মাখা হয়ে গেলে ১০মিনিট ঢেকে রাখুন

  3. 3

    লুচির মতো বেলে গোল গোল কেটে তা সাদা তেলে একটু লাল করে ভাজুন

  4. 4

    আলুসিদ্ধ, ৭-৮ঘন্টা ভিজিয়ে রাখা কাচা ছোলা, বীটলবন, গোলমরিচ গুড়া, পিয়াজকুচি,জিড়াগুড়া, ধনেগুঁড়া, লংকা গুড়া,লংকা কুচি, ধনেপাতা কুচি মিশিয়ে ভালো করে মেখে পুর তৈরী করুন

  5. 5

    ১কাপ টক দই এ ১/৪কাপ জল মিশিয়ে ফেটান। তারপর ১চামচ জিড়াগুড়া ও ধনেগুঁড়া, স্বাদ মতো লবণ ও চিনি মিশান

  6. 6

    তেতুল ভিজিয়ে রেখে খোসা ছাড়ান। গুড় ও লবণ মিশিয়ে রাখুন

  7. 7

    ভাজা ফুচকার মাঝখানে ফুটো করে অল্প পুর দিন। এরপর দই ভর্তি করে দিন

  8. 8

    ওপর দিয়ে ধনেপাতা কুচি,চাট মশলা ও তেতুল চাটনি ছড়িয়ে দিন

  9. 9

    এই মাপে ৩০টা ফুচকা তৈরী হবে। দোকানের মতো ফুচকা বাড়িতে তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
শমীপর্ণা সাহা

মন্তব্যগুলি (2)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Khub bhalo hoyeche..
Kheteo darun nischoi...Amio kichu notun try korechi dekhe comment dio ar bhalo lagle onusoron.

Similar Recipes