স্টাফড টমেটো কারী (stuffed tomato curry recipe in Bengali)

Samir Dutta
Samir Dutta @cook_samirdutta

#GA4
#Week7
পুর ভরা টমেটোর অতি সুস্বাদু নিরামিষ তরকারি

স্টাফড টমেটো কারী (stuffed tomato curry recipe in Bengali)

#GA4
#Week7
পুর ভরা টমেটোর অতি সুস্বাদু নিরামিষ তরকারি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৩-৬ জনের জন্য
  1. ১০ টা মাঝারি টমেটো
  2. ১০০ গ্রাম পনির অথবা যে কোন সবজি
  3. ২ টা মাঝারি আলু সিদ্ধ
  4. ৩-৪ টা কাঁচা লঙ্কা
  5. ১.৫ ইঞ্চি আদা বাটা
  6. ১/৪ কাপ কাজু(অপশনাল)
  7. ১/৪ চা চামচ আমচুর
  8. ১.৫ চা চামচ ধনে গুঁড়ো
  9. ৩/৪ চা চামচ লঙ্কাগুঁড়ো
  10. ৩/৪ চা চামচ হলুদ
  11. ৩/৪ চা চামচ গোটা জিরা
  12. ১ চা চামচ কসুরিমেথি
  13. ১/২ ইঞ্চি" দারচিনি
  14. ৫-৬ টা গোলমরিচ
  15. ৪ টা লবঙ্গ
  16. প্রয়োজন অনুযায়ীধনেপাতা
  17. প্রয়োজন মতোতেল
  18. স্বাদমতনুন

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    ৬ টা টমেটোর মাথা ফুটো করে ভিতর থেকে বিচি ও রস বের করে নিন।

  2. 2

    ৪ টা টমেটো, ২ টা কাঁচা লঙ্কা, ১" আদা ও কাজু মিক্সিতে পেস্ট করে নিন

  3. 3

    পুর তৈরির জন্য প্যানে এক টেবিল চামচ তেল গরম করে তাতে আধা চা চামচ গোটা জিরে ফোঁড়ন দিন। তারপর প্রথমে তাতে ১/২ চা চামচ আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারমধ্যে গ্রেট করা পনির ও মেশ করা আলু দিয়ে মিশিয়ে নিন।

  4. 4

    এবার তাতে ১/৪ চা চামচ হলুদ, ১/৪ চা চামচ লঙ্কাগুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১/৪ চা চামচ আমচুর, সামান্য ধনে পাতা কুঁচি এবং স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে ২ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ঠাণ্ডা হতে দিন।

  5. 5

    পুর ঠান্ডা হলে টমেটোর মধ্যে ভরে নিন, তারপর একটা প্যানে এক চা চামচ তেল ও সামান্য নুন গরম করে টমেটো গুলি তার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ বা নরম হতে দিন, মাঝে মধ্যে থাকা খুলে নাড়াচাড়া করে দিন।

  6. 6

    গ্রেভির জন্য অন্য একটা প্যানে আন্দাজমতো তেল গরম করে তাতে ১/২ চা চামচ গোটা জিরা, দারচিনি, গোলমরিচ ও লবঙ্গ ফোঁড়ন দিয়ে টমেটো পেস্ট টা দিয়ে দিন, ২ মিনিট কষানোর পর তাতে, অবশিষ্ট ধনেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, হলুদ, কসুরি মেথি, বেচে যাওয়া পুর ও স্বাদমতো নুন দিয়ে কষাতে থাকুন।

  7. 7

    মশলা কষে তেল ছেড়ে দিলে তাতে এক কাপ বা আন্দাজমতো জল মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ৩-৪ মিনিট ফুটান।

  8. 8

    তারপর তাতে পুরভরা টমেটো গুলি ও ধনেপাতা দিয়ে আবার ঢাকা দিয়ে কম আঁচে ২-৩ মিনিট ফুটিয়ে নিলেই তৈরী হয়ে যাবে সুস্বাদু এই স্টাফড টমেটো কারী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samir Dutta
Samir Dutta @cook_samirdutta

Similar Recipes