টমেটোর টক মিষ্টি চাটনী(recipe in bengali)

Ruma's evergreen kitchen !!
Ruma's evergreen kitchen !! @Ruma_123

#ebook2
 #দুর্গাপুজা
আমরা চাটনী ‌খেতে সবাই ভাল বাসি।এটা যদি এক টুু টক মিষ্টি হয় তাহলে খাওয়া টা জমে যায়।

টমেটোর টক মিষ্টি চাটনী(recipe in bengali)

#ebook2
 #দুর্গাপুজা
আমরা চাটনী ‌খেতে সবাই ভাল বাসি।এটা যদি এক টুু টক মিষ্টি হয় তাহলে খাওয়া টা জমে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
4 জন
  1. 4 টিটমেটো
  2. 1/2 চা চামচনুন
  3. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  4. 1/2 চা চামচ পাঁচফোড়ন
  5. 2 কোয়াপাকা তেঁতুল
  6. 1/2 কাপচিনি
  7. 2 ছোটএলাচ থেঁতো করা
  8. 6 টিকাজু
  9. 10 টিকিশমিশ
  10. 2 চা চামচ সর্ষের তেল
  11. 1 টিকাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে টমেটো গুলো ধুয়ে ছোট ছোট করে কেটে নেব।

  2. 2

    এবার একটি করা তে 2 চা চামচ সরষের তেল দিয়ে গরম করে নিয়ে ওতে পাঞ্চ ফোড়ন দিয়ে একটু নেরেনেব তারপর এতে আদা কুচি দিয়ে একটু নেরে নিয়ে কুচি করা টমেটো গুলো দিয়ে 5 মিনিট ভেজে নেব।

  3. 3

    তার পর ওতে নুন হলুদ দিয়ে নেড়ে নিতে হবে ।এর পর ওতে চিনি আর তেতুল ভেজানো জল দিয়ে অল্প আঞ্চে সেদ্দ হতে দেবো।

  4. 4

    এবার ওতে কাজু কিশমিশা আর এলাচ গুঁড়ো ছরিয়ে ঢাকা বন্ধ করে রেখে দেবো। একটু ঠান্ডা হলে এটা পরিবেশন করবো।ধন্যবাদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ruma's evergreen kitchen !!

Similar Recipes