ভেটকি মাছ দিয়ে ফুলকপির শরশরি (bhetki mach diye foolkopir sarsari recipe in Bengali)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

#শীতেরসব্জী
#গল্পকথায়
শীত কাল মানেই ফুলকপি। এই ফুলকপির যেকোন পদ ই খুব টেস্টি হয়। এখন সাড়া বছর ই কপি পাওয়া যায়। তবে শীতের কপি র টেস্ট অনেক বেশি। এই সময়ই মাছ দিয়ে কপির এই পদ টি খুব ভালো লাগে।

ভেটকি মাছ দিয়ে ফুলকপির শরশরি (bhetki mach diye foolkopir sarsari recipe in Bengali)

#শীতেরসব্জী
#গল্পকথায়
শীত কাল মানেই ফুলকপি। এই ফুলকপির যেকোন পদ ই খুব টেস্টি হয়। এখন সাড়া বছর ই কপি পাওয়া যায়। তবে শীতের কপি র টেস্ট অনেক বেশি। এই সময়ই মাছ দিয়ে কপির এই পদ টি খুব ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জনের জন্যে
  1. ১ টা ছোট্ট ফুলকপি
  2. ১ টা ছোট আলু
  3. ৩ টে ভেটকি মাছের পেটি
  4. ১ টা টমেটো কুচি
  5. ১ মুঠো ধনে পাতা
  6. ২ টো কাঁচা লঙ্কা
  7. ১ চা চামচ গোটা জিরে
  8. ১ টা তেজপাতা
  9. ১ চা চামচ আদা বাটা
  10. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১ চা চামচ ভাজা মসলা (জিরে, ধনে, ছোট এলাচ শুকনো খোলায় ভাজা)
  13. ১ চা চামচ চিনি
  14. পরিমাণ মতনুন
  15. প্রয়োজন মতসর্ষের তেল
  16. ১/৪ কাপ মটর শুঁটি

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    কপি খুব ছোট ছোট করে কেটে নিয়ে হবে। কপির ডাঁটা ও কেটে ফেলে দিতে হবে। আলু ও খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। সব ধুয়ে নিতে হবে।

  2. 2

    মাছে নুন হলুদ মাখিয়ে নিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। একটু কড়া করে ভাজতে হবে।

  3. 3

    এবার ওই তেলে জিরে, তেজ পাতা ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে দিতে হবে। আলু একটু ভাজা হলে কপি দিয়ে ভাজতে হবে।

  4. 4

    কপি ভাজা হলে টম্যাটো, আদা বাটা দিয়ে আর ও কিছু ক্ষন ভাজা ভাজা করতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে লঙ্কা,হলুদ, নুন, মটর শুঁটি ও অল্প জল দিয়ে ভালো করে কষে ১/২ কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর আঁচ কমিয়ে দিতে হবে।

  5. 5

    ৩-৪ মিনিট পর জল শুকিয়ে এলে একে একে ভাজা মসলা, চিনি আর মাছ ভাজা গুলো ভেঙ্গে দিয়ে কষতে হবে ২ মিনিট। তারপর কিছু টা ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে গ্যাস অফ করে দিতে হবে।

  6. 6

    পাত্রে ঢেলে দিয়ে ওপর থেকে বাকি ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

Similar Recipes