বিভিন্ন সব্জী দিয়ে শুক্তো (shukto recipe in Bengal)

Reena Das
Reena Das @cook_18408023

#উত্তর বাংলার রান্নাঘর

বিভিন্ন সব্জী দিয়ে শুক্তো (shukto recipe in Bengal)

#উত্তর বাংলার রান্নাঘর

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
২ জন
  1. ১ টি কাঁচা কলা
  2. ১ টি মূলো
  3. ২ টি সজনে ডাঁটা
  4. ১ টি বেগুন
  5. ১ টি বড় উচ্ছে
  6. ১ টি রাঙা আলু (মাঝারি)
  7. ৩ টেবিল চামচ পোস্ত বাটা
  8. ১ টেবিল চামচ সর্ষে বাটা
  9. ১ কাপ দুধ
  10. ৫-৬ টি বড়ি
  11. ২ টেবিল চামচ ঘি
  12. ২ চা চামচ সাদা তেল
  13. স্বাদ মতনুন
  14. ১ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    সমস্ত সবজি কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। পোস্ত এবং সর্ষে ১৫ মিনিট ইষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে ভালো করে বেটে নিলাম। উচ্ছে, বড়ি ভেজে রাখলাম। এবার কড়াইতে সাদা তেল গরম করে পাঁচফোড়ন, তেজপাতা, অল্প আদা বাটা দিয়ে বাকি সব সব্জি মিশিয়ে ভালো ভাবে নাড়তে থাকলাম।

  2. 2

    একটু ভাজা হয়ে এলে অল্প জলে ভাপিয়ে নিলাম। এবার শুকনো হয়ে এলে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে নেড়ে নিলাম। স্বাদ মতন লবণ দিলাম। ৫ মিনিট নাড়াচাড়া করে দুধ ঢেলে দিলাম।

  3. 3

    ফুটে এলে উচ্ছে, বড়ি, মিষ্টি দিলাম। ১০ মিনিট পর উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল সুক্ত। এবার বাটিতে সাজিয়ে সুন্দর ভাবে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Reena Das
Reena Das @cook_18408023

Similar Recipes