দুধ শুক্তো(doodh shukto recipe in Bengali)

Ruby Bose
Ruby Bose @rubyz2

দুধ শুক্তো(doodh shukto recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৬ জন
  1. ২ টি সজনে ডাঁটা
  2. ১ টি মিষ্টি আলু
  3. ১ টি বেগুন
  4. ৫০ গ্রাম বরবটি
  5. ২ টি কাঁচা কলা
  6. ২ টি উচ্ছে
  7. ১০টি বিউলি ডালের বড়ি।
  8. ১ ফালি কাঁচা পেঁপে
  9. ২ চা চামচঘি
  10. স্বাদ মতনুন
  11. প্রয়োজন মতসর্ষের তেল
  12. ১ চা চামচ পোস্ত দানা
  13. ১ চা চামচ রাঁধুনি গুঁড়ো
  14. ১ চা চামচ সাদা সর্ষে
  15. ১ চা চামচকালো সর্ষে
  16. ১ চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো
  17. ১চা চামচ মৌরি গুঁড়ো
  18. স্বাদ মতচিনি
  19. ২০০ এম এল দুধ

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    সব সবজি ২ ইঞ্চি মাপের মত করে কেটে, ধূয়ে জল ঝরিয়ে রেখেছি।

  2. 2

    কালো, সাদা সরষে, পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি।

  3. 3

    কড়াইতে তেল দিয়ে গরম করে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি।

  4. 4

    আলাদা আলাদা করে সব সবজি গুলো নুন দিয়ে ভেজে তুলে নিয়েছি

  5. 5

    আরও অল্প তেল দিয়ে রাঁধুনি ও মৌরি ফোড়ন দিয়ে বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছেড়ে আসলে, নুন, চিনি দিয়ে নাড়িয়ে নিয়ে দুধ দিয়ে দিয়েছি। ফুটে উঠলে ভাজা সবজি ও বড়ি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি।

  6. 6

    হয়ে যাবার পর পাঁচফোড়ন গুঁড়ো ও ঘী দিয়ে নামিয়ে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ruby Bose
Ruby Bose @rubyz2
আমি রান্না করতে খুব ভালোবাসি।নতুন নতুন রান্না করা আমার শখ ও তার সাথে এক্সপেরিমেন্ট ও চলতে থাকে। বলা বাহুল্য খেতে ও ভালোবাসি।বিভিন্ন ধরনের আর নানা দেশের খাবার চেখে দেখা আমার দুর্বলতা বটে।
আরও পড়ুন

Similar Recipes