উড়িষ্যার বিখ্যাত ডালমা(dalma recipe in Bengali)

Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_25778755
Kolkata

#GA4
#week16
আমি এবারের সপ্তাহ এর ধাঁধার থেকে উড়িষ্যা বেছে নিয়েছি।

উড়িষ্যার বিখ্যাত ডালমা(dalma recipe in Bengali)

#GA4
#week16
আমি এবারের সপ্তাহ এর ধাঁধার থেকে উড়িষ্যা বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
4জন
  1. 2 কাপঅড়হর ডাল
  2. 1 টিবেগুন
  3. 4টি মাঝারি মাপের আলু
  4. 4 টিপটল
  5. 3 টিটমেটো
  6. 1/2 ফালিকুমড়ো
  7. স্বাদমতোনুন
  8. 1টেবিল চামচ হলুদ গুঁড়ো
  9. 2 টিতেজপাতা
  10. 2 টিশুকনো লঙ্কা
  11. 1/2টেবিল চামচ গোটা জিরে
  12. 1 টুকরোদারচিনি
  13. 3 টিলবঙ্গ
  14. 3 টিএলাচ
  15. 2টেবিল চামচ সর্ষে তেল
  16. 2টেবিল চামচ ঘি
  17. 1 চা চামচপাঁচফোড়ন
  18. 1 চিমটিহিং
  19. 1টেবিল চামচ আদা বাটা
  20. 1টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  21. 3 টিকাঁচালঙ্কা
  22. 1টেবিল চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে সব সবজি উপকরণ গুলো একসাথে করে নিলাম তারপর সব সবজি গুলো ধুয়ে রাখতে হবে।
    তারপর একটা বাটিতে অড়হর ডাল পরিমান মতো জল দিয়ে ২ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
    তারপর একটা পাত্রে জল গরম করতে হবে জল ফুটতে আরম্ভ করলে নুন,হলুদ ১/২চা চামচ,তেজপাতা দিয়ে ভেজানো ডাল ঢেলে সেদ্ধ করতে হবে ।

  2. 2

    একটা শুকনো প্যানে গোটা জিরে,দারচিনি,লবঙ্গ,এলাচ সব নেড়ে নিতে হবে।ডাল মোটামুটি আধ সেদ্ধ হয়ে গেলে কেটে রাখা সব সবজি দিয়ে সব সেদ্ধ করতে হবে।
    এবার আলাদা একটা প্যানে তড়কা দেয়ার জন্য তেল আর ঘি দিয়ে শুকনো লঙ্কা ১টা, সাথে আদা বাটা পাঁচফোড়ন, হিং,বাকি হলুদ গুঁড়ো,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে।সব ফোরণ চড়চড় করলে সেটা ওই সেদ্ধ হওয়া ডাল এর মধ্যে ঢেলে দিতে হবে।

  3. 3

    তারপর কাঁচালঙ্কা চেরা, চিনি দিয়ে নাড়তে হবে কিছুক্ষন।তারপর আগে শুকনো খোলায় যেই ভাজা মশলা দিয়ে ছিলাম সেটা দিয়ে আরো কিছুখন রান্না করতে হবে।বেশ গাঢ় হয়ে গেলে নামাতে হবে।তাহলেই তৈরি উড়িষ্যার বিখ্যাত ডালমা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_25778755
Kolkata

Similar Recipes