কলকাতার মটন বিরিয়ানি (kolkatar mutton biryani recipe in Bengali)

Koyel Chatterjee (Ria)
Koyel Chatterjee (Ria) @cook_25664873

#GA4
#week16
কলকাতা স্টাইলে মটন বিরিয়ানী খুব সহজেই বানিয়ে ফেলুন।

কলকাতার মটন বিরিয়ানি (kolkatar mutton biryani recipe in Bengali)

#GA4
#week16
কলকাতা স্টাইলে মটন বিরিয়ানী খুব সহজেই বানিয়ে ফেলুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ ঘণ্টা
  1. ৫০০ গ্রামমটন
  2. ৬ টুকরো আলু
  3. ৫০০গ্রাম বাসমতী চাল
  4. ১ চা চামচঘি
  5. ১ কাপপেঁয়াজ কুচি, আদা রসুন বাটা
  6. ১ চা চামচকেওড়া জল,গোলাপ জল,আতর
  7. পরিমান মতোটকদই
  8. প্রয়োজন অনুযায়ীবিরিয়ানী মশলা, গরম মশলা গুঁড়ো, গোটা গরম মসলা
  9. ১ চা চামচ কেশর

রান্নার নির্দেশ সমূহ

২ ঘণ্টা
  1. 1

    মটন টি আদা রসুন বাটা, টকদই, বিরিয়ানী মশলা, গরম মশলা, লংকা গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে মেখে ১ ঘণ্টা রেখে দিন। এরপর ভাত টা ৭০% রান্না করে নিন এবং পেঁয়াজ বেরেস্তা করে রাখুন।

  2. 2

    এরপর আলু গুলো ভেজে নিন হালকা করে।ঐ তেলে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে মাংস টি কষিয়ে নিন এবং আলু টা সাথে ভাপিয়ে নিন। এরপরে একটু কুকারে সিদ্ধ করে নিন। দুই জায়গায় দুধ আলাদা করে একটি তে বিরিয়ানী মশলা মিশিয়ে নিন এবং অন্য টা কেশর মিশিয়ে নিন।অন্য একটি বাটিতে কেওড়া জল গোলাপ জল আতর মিশিয়ে নিন।

  3. 3

    মাংস হয়ে গেলে মাংস ও ঝোল আলাদা করে নিন। ঝোলের ওপর ভাসা তেল টা আলদা করুন। এরপর বড় পাত্র নিয়ে তাতে ঘি মাখিয়ে একে একে ঝোল, মাংস ও আলু দিয়ে ওপরে বেরেস্তা ছড়িয়ে ভাত দিয়ে তাতে বিরিয়ানী মশলা,ঘি, মশলা মেশানো দুধ, আতরের মিশ্রন, বেরেস্তা ছড়িয়ে ১০ মিঃ হাই গ্যাসে বসিয়ে ২০-২৫ মিঃ দমে বসালেই তৈরি কলকাতার মটন বিরিয়ানী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Koyel Chatterjee (Ria)
Koyel Chatterjee (Ria) @cook_25664873
https://www.youtube.com/channel/UC_HS7D9QRSlcsV1rwMdlaKw
আরও পড়ুন

Similar Recipes