চিকেন বিরিয়ানি(Chicken biryani recipe in Bengali)

Poulomi Bhattacharya
Poulomi Bhattacharya @cook_25865963

চিকেন বিরিয়ানি(Chicken biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কে জিবাসমতী চাল
  2. 200 গ্রামঘি
  3. 500 গ্রামসাদা তেল
  4. 500 গ্রামপেঁয়াজ
  5. 1কেজি মাংস
  6. 2টেবিল চামচ আদা রসুন বাটা
  7. 3 টেএলাচ
  8. 1 গ্রামদারুচিনি
  9. 1চা চামচকেওড়া জল
  10. 1 চা চামচগোলাপ জল
  11. 500 গ্রামআলু
  12. 5-6 টাজাফরান সুতো
  13. 1/2 কাপদুধ
  14. 1 চা চামচগরম মসলা
  15. 1 চা চামচবিরিয়ানি মসলা
  16. প্রয়োজন অনুযায়ীজল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চাল অধসেদ্ধ করে নিতে হবে এবং আলু টা 2 টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করতে হবে, মাংস ম্যারিনেট করে রাখুন

  2. 2

    ঘি গরম করে পেঁয়াজ কুচি লাল করে ভেজে চিকেনটা দিতে হবে।আদা, রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, এবং গরম মসলার কিছুটা দিয়ে নাড়তে হবে।২৫০মিলি জল দিয়ে আঁচ কমিয়ে কষাতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঘি টা আলাদা হয়ে এলে নামিয়ে নিতে হবে।

  3. 3

    গরম মসলার কিছুটা দিয়ে নাড়তে হবে।২৫০মিলি জল দিয়ে আঁচ কমিয়ে কষাতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঘি টা আলাদা হয়ে এলে নামিয়ে নিতে হবে।

  4. 4

    বাকি গরম মসলা গুঁড়ো করে দুধে মিশিয়ে নিয়ে,জাফরান গুলে নিয়ে অল্প ভাত মাখিয়ে নিতে হবে,

  5. 5

    এবার হালকা আঁচে কিছুক্ষন বসিয়ে রাখতে হবে,তাহলেই রেডি,

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Poulomi Bhattacharya
Poulomi Bhattacharya @cook_25865963

Similar Recipes