মটন বিরিয়ানী(mutton biryani recipe in Bengali)

Moumita Saha
Moumita Saha @cook_16538678

#প্রিয় লান্চ রেসিপি

মটন বিরিয়ানী(mutton biryani recipe in Bengali)

#প্রিয় লান্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫ জনের জন্য
  1. বিরিয়ানী মসলা
  2. ১চা চামচ সা জিরা
  3. ১ চা চামচ সা মরিচ
  4. ১ টাস্টার ফুল
  5. ৪ টা ছোট এলাচ
  6. ১/৪জায়ফল
  7. ১ টা জৈত্রী ফুল
  8. ৬ টা লবঙ্গ
  9. ১ ইঞ্চি দারুচিনি
  10. ১ চা চামচ গোলমরিচ
  11. ৬০০ গ্রাম মটন
  12. মটন রান্নার মসলা
  13. ১.৫ টেবিল চামচ আদা বাটা
  14. ১ টেবিল চামচ রসুন বাটা
  15. ১৫০ গ্রাম টক দই
  16. ১.৫ চা চামচ লঙ্কাগুঁড়ো
  17. ১ চা চামচ কেওড়া র জল
  18. ৪টে বড় আকারের পেঁয়াজ কুচি
  19. ৫ টুকরো সিদ্ধ আলু
  20. ৪টিসিদ্ধ ডিম
  21. বিরিয়ানির ভাতের জন্য লাগবে
  22. ৮০০ গ্রাম বিরিয়ানির চাল
  23. ২টো তেজপাতা
  24. ২ টো এলাচ
  25. ২ টো লবঙ্গ
  26. ১/২ ইঞ্চি দারুচিনি
  27. ২ টো তেজপাতা
  28. ১/২ কাপ দুধ
  29. ১ চা চামচ কেশর
  30. ১ চা চামচ গোলাপজল
  31. ১ চা চামচ কেওড়া জল
  32. ৪ ফোঁটা বিরিয়ানী আতর
  33. ২ টেবিল চামচ ঘি
  34. ৫টেবিল চামচ সাদা তেল
  35. স্বাদ অনুযায়ীলবণ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    বিরিয়ানির গোটা মশলা গুলো চাটু তে নেরে গুর করে নিতে হবে।

  2. 2

    এবার মাংসটা টা ভালো করে ধুয়ে,জল ঝরিয়ে নিতে হবে নিতে হবে।

  3. 3

    এবার ওই মাংসের মধ্যে টক দই, আদা বাটা,রসুন বাটা,১ টেবিল চামচ সাদা তেল,লঙ্কাগুঁড়ো,পরিমাণমতো লবণ আর ১ চা চামচ বিরিয়ানির মসলা দিয়ে মাংসটা ২ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে।

  4. 4

    চাল ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।

  5. 5

    কেশর টা দুধে ভিজিয়ে রাখতে হবে।

  6. 6

    এবার করাতে ২টেবিল-চামচ সাদা তেল ও ১টেবিল চামচ ঘি দিয়ে পেঁয়াজ গুলো ভালো করে ভেবে তুলে রাখতে হবে।

  7. 7

    পেঁয়াজ ভাজার পর ওই তেলেই আলুগুলো ভাল করে ভেজে নিতে হবে।

  8. 8

    আলু ভাজা হয়ে গেলে ওই তেলেই ম্যারিনেট করা মটন টা দিতে হবে। কষাতে হবে যতক্ষণ না মটন থেকে তেল ছেড়ে আসে।

  9. 9

    মটন থেকে তেল ছেড়ে আসলে পরিমাণমতো গরম জল দিয়ে কুকারে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিতে হবে।

  10. 10

    এরপর ১০ থেকে ১৫ মিনিট পর কুকার খুলে কেওরার জল এবং হাফ চা চামচ বিরিয়ানির মসলা ছড়িয়ে দিলেই রেডি আমাদের বিরিয়ানী র মাটন।

  11. 11

    মটন হতে হতেই ভাত তাও রেডি করে নিতে হবে। জল ফুটলে চালটা দিয়ে দিতে হবে এবং সেইসাথে ভাতের মধ্যে দুটো তেজপাতা, দুটো এলাচ দুটো লবঙ্গ ও দারুচিনি আর ১ টেবিল চামচ লবণ দিয়ে দিতে হবে।

  12. 12

    ভাত হয়ে গেলে ফ্যান ঝাড়িয়ে তিনটে থালায় ভাত গুলো ছড়িয়ে রাখতে হবে।

  13. 13

    এবার একটা বড় হারি বা ডেচকি তে ১টেবিল চামচ সাদা তেল মাখিয়ে নিতে হবে।

  14. 14

    এবার ডেচকি তে ১ টেবিল চামচ সাদা তেল মাখিয়ে নিয়ে মটন টা ঢেলে দিতে হবে।

  15. 15

    মটন এর উপরে অর্ধেক পরিমাণ ভাত দিতে হবে। ভাতের ওপরে ভাজা আলু, ডিম সিদ্ধ,অর্ধেক বেরেস্তা, অর্ধেক পরিমাণ কেশর ভেজান দুধ আর পরিমাণমতো লবণ দিতে হবে।

  16. 16

    এবার শেষ ধাপে ও আবার ভাত, বাকি পরিমাণ কেশর ভেজানো দুধ, ভাজা পেঁয়াজ, কেওরার জল, গোলাপ জল, বিরিয়ানী আতর, ১টেবিল চামচ ঘি ১টেবিল চামচ সাদা তেল আর বাকি বিরিয়ানির মসলা দিয়ে ডেচকি ঢাকা টা আটা মাখা দিয়ে সীল করে দিতে হবে।

  17. 17

    এবার এই ডেচকি টা একটা চাটু র ওপরে সিম আঁচে ৪০ মিনিট বসিয়ে রাখতে হবে।

  18. 18

    এরপর ১০ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে বিরিয়ানী পরিবেশন করে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Saha
Moumita Saha @cook_16538678

Similar Recipes