মটন দম বিরিয়ানি (mutton dum biryani recipe in Bengali)

Goswami Ekata
Goswami Ekata @Ekata11
Howrah

মটন দম বিরিয়ানি (mutton dum biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ ঘন্টা
  1. ৩টি বড় আলু
  2. ১কেজি মটন
  3. ৩ টে পেঁয়াজ কুচি
  4. প্রয়োজন অনুযায়ীদুধ ও কেশর ফুড কালার
  5. ১ চা চামচ আদা রসুন বাটা
  6. প্রয়োজন অনুযায়ীগোলাপ জল, কেওরা জল, মিঠে আতর
  7. ১ চা চামচ বিরিয়ানি মশলা
  8. ১/২ চা চামচলেবুর রস
  9. প্রয়োজন অনুযায়ীআটা/ময়দা মাখা
  10. ৫০০ গ্রামসর্বোপরি বাসমতী চাল
  11. ১ +১+১ চা চামচজিরে,ধনে , লাল মরিচ গুঁড়ো
  12. ১ +১টা তেজপাতা, শুকনো মরিচ
  13. পরিমাণ মতজয়িত্রী,জায়ফল ,স্টার অ্যানিস এলাচ,লবঙ্গ
  14. পরিমাণ মতঘি ,সর্ষের তেল
  15. ১/২ কাপটক দই
  16. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

২ ঘন্টা
  1. 1

    প্রথমে বড়ো মাপের আলু গুলি চার টুকরো করে কেশর ফুড কালার মাখিয়ে এক ঘন্টা রেখে ভালো করে ভেজে নিতে হবে। সাথে কুচি করে কাটা পেয়াজ গুলিও ব্রাউন করে ভেজে নিতে হবে।

  2. 2

    এবার মাংস টা ভালো করে ধুয়ে, নুণ হলুদ,টক দই,বিরিয়ানী মশলা,আদা,রসুন বাটা,লঙ্কার গুঁড়ো,ধনে গুঁড়ো,সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করতে হবে এক ঘণ্টা। ম্যারিনেট হলে মটন টা একটি কড়াই বা প্রেসার কুকার এ প্রথমে তেজপাতা, জৈত্রী,জায়ফল, লবঙ্গ,এলাচ,শুকনো লঙ্কা ফোরণ দিয়ে ভালো করে কষিয়ে রেধে নিতে হবে,নামানোর আগে কেওরা ও গোলাপ জল দিতে হবে ১ টেবিল স্পুন। খেয়াল রাখতে হবে মটন টি যেনো ৮০% রান্না হয়।

  3. 3

    চাল টিকে ভালো করে ধুয়ে ১ঘণ্টা নুন দিয়ে ভিজিয়ে রাখতে হবে।এবার একটি হারী তে জল ফোটাতে হবে,সেটি ফুটতে শুরু করলে তাতে লবঙ্গ,এলাচ,জৈত্রি,জায়ফল,স্টার ফল দিয়ে ১ মিনিট ফুটিয়ে চাল গুলো দিয়ে ভাত করে নিতে হবে,মাঝে ভেজে রাখা আলু গুলিও দিয়ে রান্না করে নিতে হবে।মনে রাখতে হবে চাল যেনো ৮০% রান্না হয়।এবার জল ঝড়িয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে ভাত টি।

  4. 4

    এবার একটি বড়ো সসপ্যান বা হারি তে ভালো করে ঘী মাখিয়ে নিতে হবে।
    একটি পাত্রে দুধের সাথে গোলাপ জল, ফুড কালার মিঠে আতর গুলে রেডি করে রাখতে হবে। আরেকটি পাত্রে লেবু রস রাখতে হবে। এবার হারির একদম প্রথম ধাপে সমস্ত রান্না করা চালের এক তৃতীয়াংশ দিয়ে তার ওপর এক তৃতীয়াংশ পেঁয়াজ ভাজা(বেরেস্তা),মাংস,আলু সাজিয়ে দিতে হবে।সবটাই হবে মোট এর ওপর এক তৃতীয়াংশ। এবার সামান্য লেবুর রস,বিরিয়ানী মশলা,দুধ,গোলাপ ও কেওড়ার জল অল্প করে দিয়ে মিঠে আতর দু ড্রপ দিতে হবে।

  5. 5

    এরপর চালের বাকী দুভাগে একভাগ দিয়ে মাংস,আলু ও মশলার ও দুভাগে এক ভাগ দিয়ে আগের মত করে সাজিয়ে দিতে হবে। শেষের ভাগটিও ঠিক এভাবেই সাজিয়ে ওপরে মশলা দিয়ে বেঁচে থাকা ভাত গুলো দিয়ে মশলা বেরেস্তা এবং বাদবাকি যা যা উপকরণ আছে দিয়ে শেষে চার চামচ ঘী আর দু ড্রপ আতর দিতে হবে।

  6. 6

    যেহেতু আমরা দম বিরিয়ানী বানাচ্ছি তাই হারীর মুখ টা ভালো করে বন্ধ করতে হবে।দম যেনো না বেড়িয়ে যায়। হারির মুখ টা ময়দা অথবা আটা মাখা দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে।

  7. 7

    এবার হারি টিকে ৩০ মিনিট মত লো ফ্লেম এ দমে রাখতে হবে এবং গ্যাস বন্ধ করে আরো ৩০ মিনিট রেখে দিতে হবে। ব্যাস প্রস্তুত আমাদের মটন দম বিরিয়ানী। তোমরা অবশ্যই বানাবে এবং আমাকে জানাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Goswami Ekata
Goswami Ekata @Ekata11
Howrah
#Foodie #Love to cook #Teacher #Writing is my hobby# Joined here to share my recipes n thoughts with u all...😊😊
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes