ফিশ সিজলার (fish sizzler recipe in Bengali)

Sangita Talukder
Sangita Talukder @cook_28093315

#homechef.friends
#gharoarecipe
এই রেসিপিতে মাছ কিছু সবজি আর ভাত এর সাথে সিজলার সস দিয়ে পরিবেশন করা হয়।

ফিশ সিজলার (fish sizzler recipe in Bengali)

#homechef.friends
#gharoarecipe
এই রেসিপিতে মাছ কিছু সবজি আর ভাত এর সাথে সিজলার সস দিয়ে পরিবেশন করা হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
  1. 2 টোতেলাপিয়া ফিলে
  2. 20 টাচিংড়ি মাছ
  3. স্বাদমতোলবণ
  4. 1/2 চা চামচলেবুর রস
  5. 1টেবিল চামচ রসুন পাউডার
  6. 8 চা চামচমাখন
  7. 2 চা চামচরসুন কুচি
  8. 2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  9. 2টেবিল চামচ স্প্রিং অনিয়ন কুচি
  10. 1/2 চা চামচ পেঁয়াজ কুচি
  11. 1/2 কাপলাল,হলুদ,সবুজ ক্যাপ্সিকাম
  12. 10-12 টাসুগার স্ন্যাপ
  13. 5 টাবেবিকর্ণ
  14. 1 টাবড় পেঁয়াজ
  15. 1 চা চামচচিলিফ্লেক্স
  16. 1টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
  17. 2টেবিল চামচ চিলি গার্লিক সস
  18. 1টেবিল চামচ ভেজিটেবল স্টক
  19. 1টেবিল চামচ চিনি
  20. 1.5 চা চামচ সয়া সস
  21. 1 বাটিসাজানো জন্য ভাত

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে ফিশ ফিল্লেট আর চিংড়ি মাছ কে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এতে লবণ,হাফ লেমন জুস, আধা চামচ গার্লিক পাউডার, লবণ পছন্দমত এক চামচ শ্রী রাচা পাউডার দিয়ে ভালো করে কুড়ি মিনিট ম্যারিনেট করতে হবে। এখানে আমি কুড়ি টা চিংড়ি মাছ আর দুটো তেলাপিয়া ফিলেট নিয়েছি।

  2. 2

    একটি কড়াইতে 2 টেবিল চামচ বাটার দেবো 1 টেবিল চামচ কুচিয়ে রাখা রসুন দেব। ভাল করে ভেজে এবার তাতে মিডিয়াম সাইজের এক বাটি ভাত দিয়ে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদমতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে 2 টেবিল-চামচ কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করতে হবে। গার্লিক রাইস তৈরি।

  3. 3

    এবার একটি কড়াইতে 2 টেবিল চামচ বাটার 1 টেবিল চামচ কুচিয়ে রাখা রসুন 2 টেবিল-চামচ কুচিয়ে রাখা পেঁয়াজ,দেড় টেবিল চামচ সয়া সস, ১ টেবিল-চামচ চিনি, ২ টেবিল চামচ গার্লিক সস দিয়ে ভাল করে ভেজে এতে এক কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে। এবার এতে একটা ভেজিটেবলস স্টক কিউব,১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ চিনি স্বাদমতো নুন দিয়ে দু তিন মিনিট ফুটতে দেব। এবার একটা বাটিতে 4 টেবিল চামচ জল তাতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে কড়াতেমিমিশাতেবে। আধা মিনিট মত ফুঁটিয়ে গ্যাস বন্ধ করতে হবে। সিজলার সস তৈরি।

  4. 4

    একটি প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে সমান পরিমাণে কালার ক্যাপ্সিকাম পেঁয়াজ বেবিকর্ন সুগার্স না একটু উনুন গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে তুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে ভেজিটেবিল গুলো বেশি সেদ্ধ না হয়।

  5. 5

    একটা বড় মাপের আলু লম্বা করে ফারইস শেপে কেটে ভেজে নিতে হবে।

  6. 6

    এবার একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে ম্যারিনেটেড মাছ গুলোকে ভাল করে মিডিয়াম টু হাই হিটে দু পিঠ ভাল করে ভেজে নিতে হবে।

  7. 7

    এবার হল সাজাবার পালা। একটা সিজলার প্যান এ বাটার ভালো করে স্প্রেড করে এক বাটি গার্লিক রাইস দিতে হবে। সাইডে ভেজিটেবিল সাজিয়ে তার উপর মাছের ফিলেট আর চিংড়ি মাছ দিতে হবে সাইডে পটেটো ফ্রাইস সাজিয়ে দিয়ে চারপাশ দিয়ে সিজলার সস ছড়িয়ে দিতে হবে। আমাদের ফিশ সিজলার একদম তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sangita Talukder
Sangita Talukder @cook_28093315

মন্তব্যগুলি

Similar Recipes