চিলি ফিশ(chilli fish recipe in Bengali)

Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

#GA4
#week18
Clue নিয়েছি ফিশ
https://youtu.be/mjlZCTzV4po
চিলি ফিস একটি চাইনিজ রান্না হলেও আমরা ভারতীয়রা নিজেদের মতো করে জিনিসটাকে বানিয়ে থাকি। খুব সহজে বাড়িতে কিভাবে বানিয়ে ফেলবেন সেটা আমার রেসিপি থেকে জানতে পারবেন।

চিলি ফিশ(chilli fish recipe in Bengali)

#GA4
#week18
Clue নিয়েছি ফিশ
https://youtu.be/mjlZCTzV4po
চিলি ফিস একটি চাইনিজ রান্না হলেও আমরা ভারতীয়রা নিজেদের মতো করে জিনিসটাকে বানিয়ে থাকি। খুব সহজে বাড়িতে কিভাবে বানিয়ে ফেলবেন সেটা আমার রেসিপি থেকে জানতে পারবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 জন
  1. 500 গ্রামভেটকি ফিলে ছোট টুকরো করে কাটা
  2. 1 টিক্যাপ্সিকাম বড় টুকরো করে কাটা
  3. 1 টিপেঁয়াজ বড় টুকরো করে কাটা
  4. 1 চা চামচগোল মরিচের গুঁড়ো
  5. স্বাদমতোনুন
  6. 1 টিডিম
  7. প্রয়োজনমতোসাদা তেল
  8. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  10. 2টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  11. 1 চা চামচঅ্যারারুট গুঁড়ো
  12. 2 টো কাঁচা লঙ্কা বড় করে কাটা
  13. 2টেবিল চামচ সয়া সস
  14. 2টেবিল চামচ ভিনেগার
  15. 2টেবিল চামচ রেড চিলি সস
  16. 2টেবিল চামচ টমেটো সস
  17. 8 টিরসুন কুচি করা
  18. 2টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি করা
  19. 1 চা চামচআদা বাটা

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমেই সমস্ত উপাদানগুলো আমরা হাতের কাছে সাজিয়ে নেবো।

  2. 2

    প্রথমেই ভেটকির ফিলে গুলোকে নুন,লঙ্কা, হলুদ আর আদা বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে অন্তত 30 মিনিট।

  3. 3

    তারপর ফিলের মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিতে হবে এবং সাথে কনফ্লাওয়ার মিশিয়ে ভালোভাবে কোট করে দিতে হবে ফিলেগুলোকে।

  4. 4

    এবার কড়াইয়ে তেল দিয়ে,তেল ভালোভাবে গরম হলে একে একে ফিলের টুকরোগুলোকে ভালোভাবে ভেজে তুলে দিতে হবে।

  5. 5

    এবার ওই কড়াইতেই আরো তেল দিয়ে তেল গরম হলে প্রথমেই রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পাতা কুচি গুলো ।সেটাও ভালোভাবে ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম এবং পেঁয়াজের টুকরোগুলো ভাজতে হবে খুব ভালো করে । পুরো রান্নাতেই হবে হাই ফ্লেমে।

  6. 6

    এবারে একটা ছোট বাটিতে সব রকমের সস এবং ভিনিগার ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দিতে হবে। সবজি গুলোর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মাছের ভেজে রাখা টুকরোগুলো এতে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সবশেষে আন্দাজমতন নুন এবং গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করে নেবো। এবার অল্প জলে আরারুট টা গুলে কড়াইয়ে দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে নিলেই তৈরি হয় যাবে চিলি ফিস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

মন্তব্যগুলি

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Ek kothay daruun!!👍👍
Onobodyo presentation🌷
Fatafati
Amio kichu notun recipe diyechi parle dekhbe ar reaction o comments dio ar pochondo hole onusoron dio🌷

Similar Recipes