পনির টিক্কা পিজ্জা(paneer tikka pizza recipe in Bengali)

Kuheli Basak
Kuheli Basak @cookwithkuheli
Kolkata

#GA4
#week17
থেকে আমি চিজ শব্দটি বেছে নিয়েছি।

পনির টিক্কা পিজ্জা(paneer tikka pizza recipe in Bengali)

#GA4
#week17
থেকে আমি চিজ শব্দটি বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. বেস বানানোর জন্য
  2. 2 কাপময়দা
  3. 1 চা চামচঈস্ট
  4. 1টেবিল চামচ চিনি
  5. 1 চা চামচনুন
  6. 2টেবিল চামচ সাদা তেল
  7. 1/2 কাপউষ্ণ দুধ
  8. 1/4 কাপউষ্ণ জল
  9. টপিং এর জন্য
  10. প্রয়োজন মতোপিজ্জা সস
  11. প্রয়োজন মতোমোজারেলা চিজ
  12. 1/4 কাপক্যাপ্সিকাম
  13. 1/4 কাপপিয়াজ
  14. 1/4 কাপসুইট কর্ন
  15. 2টেবিল চামচ অলিভ স্লাইস
  16. প্রয়োজন মতোঅরিগ্যানো ও চিলি ফ্লেক্স
  17. টিক্কার জন্য
  18. 100 গ্রামপনির
  19. 2টেবিল চামচ টক দই
  20. 1/2 চা চামচআদা বাটা
  21. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  22. 1/2 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  23. স্বাদমতোনুন
  24. 1টেবিল চামচ তেল
  25. 1 চা চামচবেসন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে উষ্ণ জলে চিনি দিয়ে মিশিয়ে ইস্ট দিয়ে ভালো করে গুলে ঢাকা দিয়ে রাখতে হবে 5মিনিট।

  2. 2

    5মিনিট পর ইস্ট এক্টিভ হয়ে ফ্রথী হয়ে গেলে ময়দার সাথে মিশিয়ে নুন, তেল ও উষ্ণ দুধ দিয়ে মাখতে হবে নরম করে। এবার সামান্য তেল মাখিয়ে ঢাকা দিয়ে উষ্ণ জায়গায় 1ঘন্টা রেখে দিতে হবে।

  3. 3

    টিক্কা জন্য সমস্ত উপকরণ ভালো করে ম্যারিনেট করে 15মিনিট পর প্যানে সামান্য তেল দিয়ে গরম করে পনির দিয়ে দুপাশ ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    ময়দা 1ঘন্টা পর ফুলে উঠলে আবার ভালো করে মেখে নিয়ে লেচি কাটতে হবে

  5. 5

    এবার একটি করে লেচি নিয়ে বেলে তার উপর পিৎজা সস মাখিয়ে গ্রেট করে চিজ ছড়িয়ে দিতে হবে।

  6. 6

    উপরে পনির টিক্কা,ক্যাপ্সিকাম,পিয়াজ, সুইট কর্ন সাজিয়ে আবার চিজ দিয়ে উপর থেকে অলিভ দিতে হবে

  7. 7

    এবার চিলি ফ্লেক্স, অরিগ্যানো ছড়িয়ে 180ডিগ্রী তে প্রী হিট করা ওভেনে 15-18মিনিট বেক করলেই রেডি পনির টিক্কা পিৎজা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kuheli Basak
Kuheli Basak @cookwithkuheli
Kolkata
love to cook and learn different innovative recipes...
আরও পড়ুন

Similar Recipes