কড়াইশুটির কচুরি (Koraisutir Khochuri recipe in Bengali)

Suprava Jana
Suprava Jana @cook_26192931
Howrah,Salkia

#১লাফেব্রুয়ারি
#কড়াইশুটিরকচুরি

কড়াইশুটির কচুরি (Koraisutir Khochuri recipe in Bengali)

#১লাফেব্রুয়ারি
#কড়াইশুটিরকচুরি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জন
  1. ৮ কাপ কড়াইশুটি
  2. ২ ইঞ্চি মাপের আদা
  3. ৩-৪ টি কাঁচা লঙ্কা
  4. স্বাদমতোনুন
  5. ১/৪ চা চামচ হিং
  6. ২ টেবিল চামচ সাদা তেল
  7. ১/২ চা চামচ কালো জিরে
  8. ৪০০ গ্ৰাম আটা
  9. পরিমাণ মতো গরম জল
  10. ১/৪ চা চামচ বেকিং সোডা
  11. পরিমাণ মতোভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইশুটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখতে হবে।।।।একটি মিক্সিং জারে কড়াইশুটি আদা কাঁচা লঙ্কা ও সামান্য জল দিয়ে পেষ্ট তৈরি করে নিতে হবে।।।।

  2. 2

    এবার কড়াইতে তেল গরম করে কালো জিরে ও হিং ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে কড়াইশুটির পেষ্টটা দিয়ে নুন দিয়ে লো হিটে ভালো করে নাড়াচাড়া করতে হবে।।।।

  3. 3

    ২-৩ মিনিট নাড়াচাড়া করতে করতে জল শুকিয়ে শক্ত হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করতে হবে।।।।

  4. 4

    একটি মিক্সিং বোলে আটা বেকিং সোডা নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।।।২ টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।।।

  5. 5

    পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে ডো টা মেখে নিতে হবে।।। একটু বড় সাইজের লেচি কেটে বাটির মতো করে তার মধ্যে কড়াইশুটির পুর ভরে ভালো করে পুরে দিতে হবে।।।

  6. 6

    তেল দিয়ে বেলে নিতে হবে।।।।কড়াইতে বেশ অনেকটা তেল গরম করে কচুরী গুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে।।।।

  7. 7

    তারপর গরম গরম পরিবেশন করুন কড়াইশুটির কচুরী।।।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suprava Jana
Suprava Jana @cook_26192931
Howrah,Salkia
I Love Cooking....& I Love Eating....
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes